ভরা বাজারে স্বামীকে এক অন্য মহিলার সাথে হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। সাথে সাথে ঘটে আজব কাণ্ড। মাঝ রাস্তায় স্বামীকে পেটাল স্ত্রী। এমনই কাণ্ড ঘটল উত্তরপ্রদেশের মিরাটের (Meerut) নওচাঁদি এলাকায়। সম্প্রতি এই কাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে।
জানা যাচ্ছে, আদনান নামে ওই ব্যক্তি এক অন্য মহিলার সাথে বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন আয়েশা নামে আরও এক মহিলা, তিনি নিজেকে আদনানের স্ত্রী বলে দাবি করে হৈচৈ শুরু করে দেন। তারপর কথা কাটাকাটির মধ্যে হটাৎ দুজনের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। শেষ পর্যন্ত তা এই জায়গায় পৌঁছয় যে, দুজনে একে অপরকে চর-থাপ্পড়ও মারতে লাগে।
ঘটনার খবর পেয়েই পুলিশ পৌঁছে আদনান ও তার দাবি করা স্ত্রী আয়েশাকে থানায় নিয়ে যায়। সেখানে দুজনে একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে থাকে। আয়েশা জানায় যে, একবছর আগে তাদের বিয়ে হয়েছিল , কিন্তু কিছুদিন পরে তাদের মধ্যে ঝগড়া বাঁধলে আদনান তাকে ছেড়ে চলে যায়। আজ যখন সে জানতে পারে যে স্বামী আদনান এক অন্য মহিলার সঙ্গে বাজারে রয়েছে। তৎক্ষণাৎ সে বাজারে চলে গিয়ে হাতেনাতে ধরে ফেলে।

অন্যদিকে আদনান জানায় যে, আয়েশাকে সে তালাক দিয়েছে। তবে এখনও ডিভির্সের মামলা চলছে। আদনান অভিযোগ করে যে, স্ত্রী আয়েশা তাকে হত্যার হুমকি দিয়েছে। তবে এ প্রসঙ্গে আয়েশা জানায় যে, আদনান তাকে ডিভোর্স দেয়নি। এমনকি তালাকও ভুয়ো উপায়ে দিয়েছে দাবি করে সে।
তবে আদনানের কথা অনুযায়ী, আজ সে এক বান্ধবীর সাথে বাজারে যায়। সেখানে আয়েশা দলবল নিয়ে এসে তার সাথে সংঘর্ষ শুরু করে ও তাকে আহত করে। প্রকাশ্যে ঘটে চলা স্বামী-স্ত্রীর মধ্যে এই কাণ্ড কেউ ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। যা মুহির্তের মধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।





Made in India