আই লীগের প্রস্তুতি
রাজীব মুখার্জী, হাওড়া
এই বছর কলকাতা লিগ শুরু হবার কথা আগামীকাল মোহনবাগান ও পিয়ারলেস দলের খেলা দিয়ে ।
তবে শেষ মুহূর্তে মোহনবাগান মাঠ প্রস্তুত না থাকার কারণে ভেস্তে যেতে পারে উদ্বোধনী ম্যাচ। আইএফএ কে এই বিষয়ে বেশি সতর্ক হতে উপদেশ পিয়ারলেস ক্লাব কর্তা অশোক দাশগুপ্তের।

আজকে হাওড়ার মাকড়দা ইউনিয়নের মাঠে অনুশীলন করেন পিয়ারলেস দল। দলের পারফরমেন্স নিয়ে যথেষ্ট আশাবাদী কোচ জগৎ দাস। দলের ডিফেন্স কিছুটা দুর্বল রয়েছে বলেও জানান তিনি। তবে তিনি আশাবাদী যে দল অনুশীলনের মাধ্যমে তা গুছিয়ে নেবে।





Made in India