এবার করোনা ভাইরাস জাকিয়ে বসল ভারতীয় ক্রীড়াক্ষেত্রে। করোনার জেরে জেরবার হয়ে উঠল ভারতীয় ফুটবল। এই মুহূর্তে ময়দানে জাঁকিয়ে বসেছে ভাইরাস আতঙ্ক। করোনা আতঙ্কের জেরে এবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে আগামী 31 শে মার্চ পর্যন্ত বন্ধ থাকবে আইলীগের সমস্ত ম্যাচ। অর্থাৎ আগামীকাল আইলীগের ফিরতি ডার্বি হচ্ছে না।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মেনেই এআইএফএফ সিদ্ধান্ত নিল ডার্বি সহ আইলীগের সমস্ত ম্যাচ গুলি পিছিয়ে দেওয়ার। শুধুমাত্র আইলিগই নয় বন্ধ থাকছে দ্বিতীয় ডিভিশন আইলীগের ম্যাচ গুলিও। এছাড়াও ইউথ লীগের ম্যাচ গুলিও বন্ধ থাকছে। ফলে এক কথায় বলাই যায়, করোনা ভাইরাসের জন্য এই মুহূর্তে ভারতের সমস্ত ধরনের ফুটবল খেলা বন্ধ থাকছে।

প্রথমিক ভাবে ফেডারেশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফাঁকা গ্যালারিতে ম্যাচ করানোর কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় AIFF কর্তাদের অনুরোধ করেন খেলোয়াড়দের সুরক্ষা এবং দর্শকদের আবেগের কথা ভেবে ম্যাচ পিছিয়ে দেওয়ার। তারপরই ফেডারেশনের কর্তারা জানিয়েছেন এই মুহূর্তে দেশের পরিস্থিতির কথা ভেবে ম্যাচ বন্ধ রাখায় শ্রেয়।
 
			 





 Made in India
 Made in India