বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আসন্ন ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য অপেক্ষা আর মাত্র ৫০ দিনের। দীর্ঘ ১২ বছর পর ভারতের মাটিতে এই টুর্নামেন্ট আবারও আয়োজিত হতে চলেছে। টুর্নামেন্টে আরম্ভ হওয়া ঠিক ৫০ দিন আগে তাই বিশ্বকাপ বিজয়ীদের পুরস্কার স্বরূপ যে সুন্দর দর্শন বিশ্বকাপ ট্রফিতে প্রদান করা হবে সেটিকে হাজির করা হয়েছিল আগ্রার তাজমহলের (Taj Mahal) সামনে। ঐতিহ্যবাহী স্থাপত্য এবং বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মূল্যবান ট্রফির একসাথে অবস্থান করা সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না।

তবে ছবি দেখে মুগ্ধ হলেও ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাদের দলের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত। বিশ্বকাপের সূচি পরিবর্তিত হয়ে আরও একবার প্রকাশিত হয়েছে। টিকিট বিক্রিও আরম্ভ হবে যে কোনওদিন। কিন্তু এই ফরম্যাটে ভারতীয় দলের সাম্প্রতিক পারফর্মেন্স দেখার পর একেবারেই সন্তুষ্ট নন সমর্থকরা।
প্রবল চাপে রোহিতের ভারত:
বছরের শুরুতে দুর্বল শ্রীলঙ্কা এবং দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলকে ওডিআই সিরিজে হারালেও সেই পারফরম্যান্স নিয়ে এখন আর কেউই আশাবাদী হতে পারছেন না। কারণ তার পরে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের হাঁটতে হয়েছিল রোহিতদের। এরপর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওডিআই বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিততে গিয়ে রীতিমতো কাল ঘাম ছুটে গিয়েছিল ভারতের।
আরও পড়ুন: ৩ বছর আগে আজকের দিনেই দেশের জার্সিকে বিদায় দিয়েছিলেন! ভারতীয় দলে ধোনির অভাব কি মিটেছে?
সমস্যা কোথায়?
ভারতীয় দলের ক্ষেত্রে চোট আঘাত একটা বড় সমস্যা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তারপরেও ভারতীয় দলের খেলা দেখে মনে রয়েছে তাদের সঠিক পরিকল্পনার অভাব রয়েছে। বড্ড বেশি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বিশ্বকাপের দুই-তিন মাস আগে, এমনটা অনেকেই মনে করছেন।
উন্নতি সম্ভব কিভাবে?
গত তিন সংস্করণ ধরে ওডিআই বিশ্বকাপ তারাই জিতেছে, যারা নিজেদের দেশের মাটিতে টুর্নামেন্টে আয়োজন করেছে। কিন্তু ভারতীয় দল সেই কাজ করতে সক্ষম হবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে চোট আঘাতের কারণেই দু-তিনজন গুরুত্বপূর্ণ তারকাকে ছাড়া মাঠে নামতে হবে ভারতকে। এমন অবস্থায় প্রস্তুতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ভারতীয় দলের হাতে এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে নিজেদের টিম কম্বিনেশন এবং যাবতীয় ফাটল মেরামত করার জন্য। রোহিত শর্মারা সেটা করতে পারবেন কিনা তার জবাব আর কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে।





Made in India