বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বেশ কয়েক দিন আগে নবান্নের এক বৈঠকে বলেছিলেন, ‘পারলে জানলা দরজা খুলে রাখুন। জানলা দরজা খোলা থাকলে করোনা ভাইরাস পালিয়ে যাবে’। তবে মুখ্যমন্ত্রীর সেদিনের সেই উক্তিকে ঘিরে তৈরি হয়েছিল নানা তর্ক বিতর্ক। বিরোধীদের মধ্যে ব্যাঙ্গাত্মক উত্তেজনার পারদ ছিল তুঙ্গে।
মুখ্যমন্ত্রীর পথে হাঁটলেন বিশেষজ্ঞরা
বর্তমান সময়ে মুখ্যমন্ত্রীর কথাতেই সায় দিলেন বিশেষজ্ঞরা। তাদের দাবি, এমনটা দেখা গেছে, বাড়িতে বসেও অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। তবে ভয়ের কোন কারণ নেই। বাড়িতে থেকেও আপনি সুস্থ থাকতে পারবেন। সম্ভব হলে বাড়ির জানলা দরজা সবসময় খোলা রাখুন। ঘরের মধ্যে বাতাস খেললে অনেক রোগ জীবাণু বেরিয়ে যাবে।

বিজ্ঞানীরা পরীক্ষা করে জানিয়েছেন, বদ্ধ জায়গা অপেক্ষা খোলা জায়গায় রোগ সংক্রমণের পরিমাণ অনেক কম। বদ্ধ জায়গায় এয়ারবোর্ণ ভাইরাল ড্রপলেটস ঘুরে বেরায়। যা বাতাসের সঙ্গে মিশে আপনার শরীরের রোগ জীবাণুর বাসা তৈরি করতে পারে। আপনাকে অসুস্থ করে দিতে পারে।
খুলে রাখুন দরজা জানলা
যদি ঘরের দরজা জানলা খোলা রাখা যায়, তাহলে রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না। হাওয়া বাতাস ঘরে খেলবে। তাহলে আপনি সংক্রমণের হাত থেকে অনেকটাই রেহাই পাবেন। আপনার শরীরে রোগের উপস্থিতি কম থাকবে।

বদ্ধ জায়গা এড়িয়ে চলুন
একটা বিষয় খেয়াল রাখতে হবে, কখনই কোন করোনা আক্রান্ত ব্যক্তিকে বদ্ধ অথবা কম বায়ু চলাচল করে এমন ঘরে রাখা ঠিক নয়। তাতে করে ওই ব্যক্তি সুস্থ হওয়ার থেকে আরও বেশি সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পারলে বদ্ধ জায়গার জমায়েত এড়িয়ে চলুন। বদ্ধ জায়গা ছাড়া যদি জমায়েত করা সম্ভব না হয়, তাহলে খেয়াল রাখুন যাতে সেখানে ভেন্টিলেটর দিয়ে অন্তত হাওয়া বাতাস খেলতে পারে।





Made in India