বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি বিবাহ বন্ধনে (wedding) আবদ্ধ হয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী (iman chakraborty) ও সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষ (nilanjan ghosh)। আইনি বিয়ে সেরে ফেলেছিলেন আগেই। একদিন পর সাবেকি বাঙালি রীতি মেনে সামাজিক বিয়েও মিটিয়ে নেন ইমন নীলাঞ্জন। মিউজিক্যাল জুটির বিয়ের ছবি, ভিডিও (video) ভাইরাল (viral) সোশ্যাল মিডিয়ায়।
তার মধ্যে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওতে জনপ্রিয় বাংলা গানের সঙ্গে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে ইমনকে। ভাইরাল ‘টুম্পা সোনা’ গানের পর ‘রঙ্গবতী’ গানেও কোমর দোলান তিনি। গায়ক সিধুকে সঙ্গে নিয়ে তুমুল নাচতে দেখা যায় ইমনকে। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

গত মঙ্গলবার সন্ধ্যায় এক্কেবারে বাঙালি রীতিতে সামাজিক বিয়ে সারেন ইমন নীলাঞ্জন। তাঁদের জমকালো বিয়ের ছবি এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ার পর্দায়। হাওড়ার বালি বাগিচা রাজবাড়িতে বসেছিল রাজকীয় বিয়ের আসর। একেবারে রাজরানীর মতোই সেজেছিলেন ইমন।
বিয়ের সাজের একটু ঝলক আগেই দেখিয়েছিলেন তিনি। লাল টুকটুকে বেনারসী শাড়ি, সোনার গয়নায় মুড়ে এদিন বিয়ে পিঁড়িতে বসেন ইমন। নীলাঞ্জনের পরনে ছিল লাল সাদা ধুতি ও পাঞ্জাবি।
বাঙালি বিয়েতে অতিথি আপ্যায়নের মেনুও ছিল একেবারে বাঙালি। লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, বাসন্তী পোলাও, আলু পোস্ত, ছানার ডালনা, মিক্সড ভেজ, ফিশ বাটার ফ্রাই, সর্ষে পাবদা, মাটন কোর্মা, কাঁচা আমের চাটনি, লর্ড চমচম, জলভরা সন্দেশ, গাজরের হালুয়া ও বাঙালির প্রিয় মিষ্টি দই দিয়ে অতিথি আপ্যায়ন সারেন ইমন নীলাঞ্জন।
তারকা খচিত বিয়েতে অতিথিদের তালিকাটাও ছিল বেশ নজরকাড়া। এদিন উপস্থিত ছিলেন সৃজিত মুখার্জি, সঙ্গে স্ত্রী মিথিলা, সস্ত্রীক অরিন্দম শীল, শিবপ্রসাদ নন্দিতা, মানালি অভিমন্যু, জোজো, লগ্নজিতারা। উপস্থিত ছিল ইমনের সারেগামাপা পরিবারও।





Made in India