বাংলা হান্ট ডেস্ক ঃ সম্প্রতি কাশ্মীর থেকে ৩৭০ নম্বর ধারা ৩৫ (A) খারিজ করে কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।তারপর থেকেই বিশাল চাপে পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
একদিকে, কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই রয়েছে অন্যান্য সব শক্তিশালী দেশ। অন্যদিকে, ভারতের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে গিয়ে নিজেই নিজের বিপদ ডেকে এনে চরম বিপাকে পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

আজ কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মুখ খুলে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ” আমি নিজেই নিজেকে কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করলাম। কাশ্মীরের স্বাধীনতার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়ে যাব।” যদিও ইমরান খানের এই ঘোষণাকে খানিকটা মজার ছলেই নিয়েছেন বিশেষজ্ঞমহল।





Made in India