বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রাজনীতিতে স্লোগান চুরির অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু এবার কংগ্রেসের বিরুদ্ধে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ-এর থিম সং চুরি করার অভিযোগ তুলল বিজেপি (Bharatiya Janata Party)। অপরদিকে মধ্যপ্রদেশের বিরোধীদল কংগ্রেস পাল্টা অভিযোগ তুলেছে যে হরিয়ানার বিজেপি সরকারের উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা পাকিস্তানি দলের গান নকল করেছেন।
শুধু তাই নয়, সেটি বিজেপি রাজস্থানে নির্বাচনী প্রচারে ব্যবহারও করেছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলায় শুরু হতে চলেছে কংগ্রেসের (Indian National Congress) জন আক্রোশ যাত্রা। বিজেপির অভিযোগ এই জন আক্রোশ যাত্রার থিম সং কংগ্রেস চুরি করেছে পাকিস্তানের রাজনৈতিক দলের থেকে। বিজেপির মধ্যপ্রদেশ শাখার সম্পাদক রাহুল কোঠারি অভিযোগ করেন।
আরোও পড়ুন : পাকিস্তানে বিয়ে করে বিপাকে অঞ্জু! এবার ফিরে আসছে ভারতে
কংগ্রেসের জন আক্রোশ যাত্রার জন্য যে থিম সং তৈরি করা হয়েছে সেই ‘চলো, চলো কংগ্রেস কে সাং চলো’ গানটি পাকিস্তান তেহরিক-এর থিম সং ‘চলো ইমরান কে সাথ’ গানের নকল। রাজ্য কংগ্রেসের মিডিয়া বিভাগের সভাপতি কে কে মিশ্র এই ব্যাপারে বলেছেন, “দুর্ভাগ্যবশত যারা পাকিস্তানের বন্ধু তারাই এই গানের বিরোধিতা করছে। নির্বাচনী ফায়দা তুলতে যারা সেনা শহীদদের হাতিয়ার করেছে তারা আবার গান নিয়ে আপত্তি তুলছে।”
আরোও পড়ুন : অবসরপ্রাপ্ত কর্মীদের এবার সোনায় সোহাগা! মিলবে মোটা অঙ্কের টাকা, নয়া চমক রাজ্য সরকারের
রাহুল কোঠারির অভিযোগ, “যারা পাকিস্তানের সমর্থক ও ভারতের বিরুদ্ধে স্লোগান দিত তাদের এতদিন কংগ্রেস সাদরে গ্রহণ করত। এবার কংগ্রেস পাকিস্তানের গান গ্রহণ করতে শুরু করেছে। কংগ্রেসের রাজ্যসভার সম্পাদক দ্বিগবিজয় সিং এই গানটির আবহ সঙ্গীত দেওয়ার ভূমিকায় ছিলেন। কংগ্রেসের পতাকা যদি সম্পূর্ণ সবুজ হয়ে যায় তাহলেও সেটি আমাদের অবাক করবে না।”
कांग्रेस का पाकिस्तान प्रेम फिर आया सामने।
मध्य प्रदेश चुनाव में अपने प्रचार गाने के लिए @INCMP ने पाकिस्तान में इमरान खान की पार्टी के थीम सांग को ही चुरा लिया।
कांग्रेस की 'चोरी' की आदत पुरानी है लेकिन पाकिस्तान से इतना प्रेम क्यों?
जवाब दे कांग्रेस! pic.twitter.com/qkENdeE6HS
— BJP Madhya Pradesh (@BJP4MP) September 18, 2023
এক্স প্ল্যাটফর্মে বিজেপি বলেছে, “পাকিস্তানের প্রতি কংগ্রেসের ভালোবাসা আবার প্রকাশ্য ভাবে দেখা দিয়েছে। মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারের জন্য কংগ্রেস ব্যবহার করছে পাকিস্তানের রাজনৈতিক দলের গান। তারা চুরি করেছে ইমরান খানের দলের থিম সং। কংগ্রেসের চুরি করার অভ্যাস বহুদিনের। কিন্তু কেন এত ভালবাসা পাকিস্তানের প্রতি? এই ব্যাপারে জবাব দেওয়া উচিত কংগ্রেসের।”





Made in India