বাংলহান্ট ডেস্কঃ ছাত্রকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের। নিজেকে বাঁচাতে শিক্ষকের গোপনাঙ্গে আঘাত করল ছাত্র। ঘটনার খবর জানাজানি হতেই, শিক্ষকের বাবার বয়ানের ভিত্তিতে ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাদ্রাসায় (madrasa)।
ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (bangladesh) ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকায়। সূত্রের খবর, ঘটনাটি ১ লা ডিসেম্বর রাতের। পুলিশের হেফাজতে থেকেই ওই ছাত্র জানিয়েছেন, বুধবার রাতে নিজের বাড়িতে তাঁকে খাবারের নিমন্ত্রণ জানিয়েছিলেন শিক্ষক আতাবুর রহমান। আর সেখানে যেতেই তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন শিক্ষক।

ছাত্রের অভিযোগ, ওই দিন রাতে রাস্তার মাঝেই শিক্ষক তাঁকে নিজের কাছে জোর করে টেনে চুমু খেতে শুরু করেন। তারপর ওই ছাত্রের শরীরের বিভিন্ন অংশে শিক্ষক হাত বোলাতে শুরু করেন বলে অভিযোগ। এমতাবস্থায় নিজের সম্মান রক্ষা করতে পকেটে থাকা নেইল কাটার দিয়েই শিক্ষকের গোপনাঙ্গে আঘাত করে বলে জানায় ওই ছাত্র।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পরবর্তীতে মাদ্রাসা শিক্ষক আতাবুর রহমানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আর এই শিক্ষকের বাবার কথার পরপ্রেক্ষিতেই ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনায় নির্যাতিত কিশোরকে গ্রেফতার করায় স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শনও করেছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, এই ঘটনায় আহত শিক্ষককে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেইসঙ্গে এই ঘটনায় আহত শিক্ষকের বাবার করা মামলার ভিত্তিতে ওই মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।





Made in India