বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজধানী দিল্লীতে (delhi) করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে অনেক। দিল্লীতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭১ জন। তবে, দিল্লির করোনার রোগীদেরও চিকিত্সার পরে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত দিল্লিতে ১৪৯৪৫ জন করোনা রোগীর চিকিত্সা চলছে । দিল্লিতে করোনার সংক্রমণ বাড়ার কারণে সরকারের উদ্বেগও বেড়েছে। শনিবার দিল্লিতে একদিনে ২১৩৪ জন নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। যার কারণে জাতীয় রাজধানীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯৯৮। তাই সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
পাঁচটি বিধি এবং নির্দেশ লঙ্ঘনের ফলে প্রথমবারের জন্য ৫০০ টাকা জরিমানা করা হবে। আবার, এই নির্দেশাবলী এবং নিয়ম লঙ্ঘন করলে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হবে। যদি লঙ্ঘনকারী জরিমানা না দেয় তবে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ অনুচ্ছেদের অধীনে ব্যবস্থা নেওয়া হবে।

বিধি গুলি হলঃ
১.পৃথক পৃথক বিধিবিধানের আনুগত্য
২. সামাজিক দূরত্বের আনুগত্য
৩. সমস্ত জনসমাগম এবং কর্মস্থলে ফেস মাস্ক ও আবরণ বাধ্যতামূলক
৪. পাবলিক প্লেসে থুথু নিষিদ্ধ
৫. জনসাধারণের জায়গায় গুটখা পান, তামাক সেবন না করা





Made in India