বাংলা হান্ট নিউজ ডেস্ক: আর্জেন্টিনা চলতি বছরের আগে ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ ছিল। সাম্প্রতিক অতীতের হিসাবে ২০২১ সাল অবধি আর্জেন্টিনা প্রায় ২৮ বছর ধরে ট্রফিহীন ছিল। কিন্তু ব্যর্থতার সেই ধারা কাটিয়ে গত ২ বছরে ৩ টি ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা।
গতবছর কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে ১-০ ফলে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল। রদ্রিগো দি পলের পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দিয়েছিলেন দি মারিয়া। এরপর চলতি বছরের জুন মাসে দি মারিয়া, লাউতারো মার্টিনেজ এবং পাওলো দিবালার গোলে ইউরো জয়ী ইতালিকে হারিয়ে ফাইনালেসিমা জিতেছিলেন মেসিরা।
এরপর সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে লিওনেল মেসির জোড়া গোল এবং টাইব্রেকারে গোলরক্ষক এমি মার্টিনেজের অসাধারণ অনুমান ক্ষমতার উপর ভর করে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসিরা। ১৯৮৬তে মারাদোনার আর্জেন্টিনার পর ২০২২-এ মেসির হাত ধরে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছে তারা।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফিফার ক্রমতালিকায় তৃতীয় স্থানে ছিল আর্জেন্টিনা। কিন্তু আশ্চর্যের ব্যাপার বিশ্বকাপ জিতে গেলেও এইমুহূর্তে র্যাঙ্কিংয়ে কেবল এক ধাপ উঠতে পেরেছেন মেসিরা। ফিফার ক্রমতালিকায় এখনো নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। চলতি বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল।
সদ্য প্রকাশিত ফিফা ক্রমতালিকা:
১. ব্রাজিল
২. আর্জেন্টিনা
৩. ফ্রান্স
৪. বেলজিয়াম
৫. ইংল্যান্ড
৬. নেদারল্যান্ডস
৭. ক্রোয়েশিয়া
৮. ইতালি
৯. পর্তুগাল
১০. স্পেন





Made in India