বাংলা হান্ট ডেস্কঃ চারিদিকে আলোর রোশনাই। গানবাজনা থেকে খাবার দাবার, সবেতেই বিয়ে বিয়ে গন্ধ। সেজে গুজে তৈরি হয়ে বসে আছে কনে। ঢাকঢোল বাজিয়ে পৌঁছে গেছেন বরও। কিন্তু বিয়ে (Marriage) তো হলই না, উপরন্তু ফিরতে হল মার খেয়ে। কারণ, সেই বর নাকি মিথ্যা বলে বিয়ের পিঁড়িতে বসেছিল। আর বিয়ে করতে এসে ধরা পড়ে যায় সত্যিটা। সম্প্রতি এমনই এক ভিডিও (Viral Video) ছড়িয়েছে নেট দুনিয়ায়।
জানা যাচ্ছে, পাত্রের জীবনের এক বড় সত্যি লুকিয়ে রেখেছিলেন তার বাড়ির লোকজন। বিয়ের মণ্ডপে তা জানাজানি হতেই শুরু হয়ে যায় তুলকালাম কান্ড। বিয়ে করতে এসে ধরা পড়ে যান যে, তিনি নকল চুল পরেছিলেন। ব্যস! তারপর আর দেখে কে! কন্যাপক্ষ তো রীতিমত ক্ষেপে লাল। ঘটনা এমন জায়গায় পৌঁছে যায় যে, পাত্রপক্ষের তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।
অবাক করা এই ঘটনাটি ঘটেছে আমাদের পড়শী রাজ্য বিহারের (Bihar) বাজাউরা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে ইকবালনগরের এক বাসিন্দা বিয়ে করতে আসে দোভী থানা এলাকায়। সেদিন বিয়ের মন্ডপেই ঘটে যায় এই অভাবনীয় ঘটনা। বিয়ের দিন কনে পক্ষের নজরে আসে, বরের মাথার চুল আসল নয় নকল। পরচুলা পরে বিয়ে করতে এসেছেন তিনি।
এখানেই ঘটনার শেষ নয়। তর্ক বিতর্কের মধ্যে আরো জানা যায়, এটি নাকি বরের দ্বিতীয় বিয়ে। বাড়িতে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে এসেছেন তিনি। আর এই কথা জানাজানি হতেই হুলুস্থুল পড়ে যায় বিয়ে মন্ডপে। মেয়ের বাড়ির লোকজন বরকে ধরে বেধড়ক মারধর শুরু করে দেয়।
https://twitter.com/surabhi_tiwari_/status/1679043383933947905?s=20
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কনে সহ বাড়ির সকলেই এই প্রতারণার কৈফিয়ত চাইতে থাকে বরের কাছে। এদিকে বর তার নকল চুল হাতে নিয়ে বার বার ক্ষমা ভিক্ষা করতে থাকে। তবে তাতেই কি আর কারো মন গলে! ব্যাপক মারধর আর তীব্র অশান্তির পর অবশেষে বরকে পুলিশের হাতে তুলে দেয় কনেপক্ষ।





Made in India