বাংলা হান্ট ডেস্কঃ ভালোবাসা কোনো দিন বাধা মনে না। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে হাজার লোকের মাঝেও বলতে ভয় পায় না। খেলার মাঠে প্রেম নিবেদন আমরা অনেক বার দেখেছি। এবার ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালীন সিডনি স্টেডিয়ামে ঘটলো এমন ঘটনা।
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন যখন ভারতীয় ক্রিকেট দল ব্যাটিং করছিল তখন ক্যামেরায় ধরা পড়ল এমন দৃশ্য। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন স্টাডিয়ামে এক ভারতীয় ক্রিকেট ভক্ত সরাসরি প্রেম নিবেদন করে বসলো এক অজি মহিলা সমার্থককে। তারপরই তরুণীর আঙ্গুলে আংটি পড়িয়ে দিলেন ওই ভারতীয় সমর্থক। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।
https://twitter.com/abhis1ngh/status/1332983694890389510?s=20
উল্লেখ্য, প্রথম ম্যাচের পর দ্বিতীয় একদিনের ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ানডে সিরিজ হাতছাড়া করলো ভারত।





Made in India