এই মুহূর্তে ১১ই ফেব্রুয়ারি যারা চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, জাপানের নাগরিক রয়েছেন, তাদের ভারত আসার জন্য ভিসার আবেদন করেছিলেন এবং যারা পরবর্তীকালে ভারত আসতে চলেছেন তাদের সকলেরই ভিসা বাতিল করা হয়েছে। একমাত্র এই নির্দেশিকা কার্যকর হবে না দেশের কূটনৈতিক, রাষ্ট্রসঙ্ঘের অধিকারিক, ওআইসি কার্ড ধারী ও এয়ার ক্রুদের ক্ষেত্রে।
তাছাড়া ভারতের বিমানবন্দর এর মধ্যেও বিদেশি প্রবেশকারীদের স্বাস্থ্য ও সফল ইতিহাস সম্পর্কেও সেল্ফ ডিক্লারেশন দিতে হবে।করোনা ভাইরাস (corona virus) নামটা শুনলেই যেন ভয়ে বুকটা কাঁপে। এই নামটাতেই গোটা বিশ্বে আতঙ্ক । চীন, কেরল , দিল্লি, তেলেঙ্গানার পর এবার ভারতে হানা করোনা ভাইরাসের। প্রায় জাকিয়েই বসেছে করোনা।
ইটালি, ইরান, জাপান ও দক্ষিণ কোরিয়ার ভিসা ইস্যুর ক্ষেত্রেও জারি হয়েছে নতুন নির্দেশিকা। আবার ৩ মার্চের আগে যাদের ভিসা ইস্যু করা হয়েছিল, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। মনকি ইটালিতে ইতিমধ্যেই অনেক মানুষ করোনায় আক্রান্ত। ২৩৩ জন এখন করোনাতে মারা গেছেন। আর করোনাতে ১৪৯২ জন আক্রান্তদের মধ্যে সংখ্যা বেড়ে প্রায় ৭৩৭৫ হয়ে গেছে। এখন পরিস্থিতি এমনদিকে এগিয়েছে যে এখানে দোকানপাট বন্ধ হোয়ার পাশাপাশি সব কিছুই বন্ধ।এছাড়া ১ ফেব্রুয়ারির আগে যদি কোনও পর্যটক চিন, ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ভ্রমণ করে থাকেন, তাঁদের ভিসা দেওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা।
ইতিমধ্যে প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। শুক্রবার করোনাভাইরাস সংক্রান্ত একটি বিলে সই করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন নেডাইন ডরিস। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।ব্রিটেনে ইতিমধ্যে করোনা আক্রান্ত প্রায় ৩৭০ জন। আর এই দেশে এখন কিভাবে সাবধানতা বজায় রাখা হবে সেই নিয়ে ততপর হয়েছে প্রশাসন। আর তারমধ্যে সব মানুষ আতঙ্কে পড়ে গেছেন।আর এভাবে করোনা আটকাতে ততপর হয়ে ঊঠেছে প্রশাসন।





Made in India