বাংলা হান্ট নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের (Under 19 T20 Women’s World Cup) দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেল ভারতীয় দল (Team India)। গত মাসে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর আজ ভারতের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরশাহি। তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ হারলেও যথেষ্ট লড়াই করেছিল। কিন্তু ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না তীর্থা সতীশরা।
আজ গোটা ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহি এক জায়গাতেই ভারতকে হারাতে পেরেছে সেটি হলো টস। টসে জিতে আজ আরবের অধিনায়ক তীর্থা সতীশ ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত যে কতটা ভুল ছিল সেটা প্রথম ওভার থেকেই বোঝাতে শুরু করেন শ্বেতা শেরাওয়াত।

আগের দিনের মতোই ভারতীয় অধিনায়ক শেফালী ভার্মা এবং শ্বেতা অসাধারণ ব্যাটিং করেন। ৪৯ বলে ১০টি চার সহ ৭৪ রান করেন শ্বেতা। সিনিয়র দলের তারকা ওপেনার শেফালী, সিনিয়র দলের হয়েই আগ্রাসী ব্যাটিং করেন। এই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরশাহির মতো দলের বিরুদ্ধে তিনি যে খুব একটা ঠান্ডা থাকবেন এমনটা আশা করাও উচিত নয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মারাত্মক ব্যাটিং করলেও সেদিন অর্ধশতরান হাতছাড়া হয়েছিল। আজ আর সেই ভুল করেননি শেফালী। ৩৪ বলে ১২টি চার ও ৪টি ছক্কা ৮৪ রান করেন তিনি। তারপর বাংলার রিচা ঘোষ মারাত্মক ব্যাটিং করেন এবং এক রানের জন্য নিজের হাফ সেঞ্চুরি হাতছাড়া হয় তার। আর ২৯ বলে ৪৯ রানের ইনিংসে ভর করে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান তোলে।
ব্যাটিং করতে নেমে তাদের অধিনায়ক তীর্থা সতীশ ছাড়া আর কারোর মধ্যেই জয়ের চেষ্টা দেখা যায়নি। একটু ৫ বলে ১৬ রান করে প্রথম ওভারেই আউট হয়ে যান তিনি। একটা কুড়ি অফার ব্যাটিং করে মাত্র ৫ উইকেট হলেও ৯৭ রানের বেশি তুলতে পারেনি সংযুক্ত আরব আমিরশাহি। ভারতের সেরা বোলিং করেন বাংলার তিতাস সাঁধু (৪-১-১৪-১)। পরের ম্যাচে স্কটল্যান্ডের বহুমুখী হবে ভারতীয় দল।





Made in India