বাংলা হান্ট ডেস্ক: মুম্বাই হামলার (Mumbai Attacks) অভিযুক্ত সন্ত্রাসবাদী হাফিজ সইদ (Hafiz Saeed) সম্পর্কে বড় তথ্য সামনে এসেছে। মূলত, সন্ত্রাসবাদী হাফিজ সইদকে হস্তান্তরের জন্য পাকিস্তানের কাছে দাবি জানিয়েছে ভারত। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত সরকার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে ওই সন্ত্রাসবাদীকে হস্তান্তরের দাবি জানিয়েছে।
বলা হচ্ছে, ভারত সরকার পাকিস্তানের কাছে হাফিজ সইদকে প্রত্যর্পণের অনুরোধ করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ইসলামাবাদ পোস্ট এই দাবি করেছে। কূটনৈতিক সূত্রের মতে, পাকিস্তানের বিদেশ মন্ত্রক ভারত সরকারের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছে। যেখানে হাফিজ সইদের প্রত্যর্পণের জন্য আইনি প্রক্রিয়া শুরু করার অনুরোধ করা হয়।

আমেরিকা ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, হাফিজ মোহাম্মদ সইদ মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড। ওই হামলায় ৬ আমেরিকান সহ ১৬৬ জন নিহত হয়। আমেরিকা সইদের সংগঠনকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। পাশাপাশি, আমেরিকা তার জন্য ১ কোটি ডলারের পুরস্কারও রেখেছে। বর্তমানে, লস্কর-ই-তৈবা (LeT)-র প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সইদ নিষিদ্ধ জামাত-উদ-দাওয়া (JUD)-র অন্যান্য নেতাদের সাথে ২০১৯ সাল থেকে কারাগারে রয়েছে। সইদকে সন্ত্রাসবাদীদের ফান্ডিংয়ের (টেরর ফান্ডিং) মামলায় দোষী সাব্যস্ত করা হয়। জানিয়ে রাখি যে, সইদ-এর নেতৃত্বাধীন JuD হল লস্কর-ই-তৈবা (LeT)-র ফ্রন্টাল সংগঠন। যেটি ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য দায়ী।
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই দুর্ভোগের আশঙ্কা গ্রাহকদের! জানুয়ারিতে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা
পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সন্ত্রাসবাদী দল: তবে, হাফিজ সইদ ২০১৯ সাল থেকে পাকিস্তানের কারাগারে থাকলেও আজও সে সেখানকার রাজনীতি এবং সেনাবাহিনীতে আধিপত্য চালিয়ে যাচ্ছে। পাকিস্তানে এই বিষয়টি ক্রমশ স্পষ্ট হচ্ছে। কারণ, সন্ত্রাসবাদী হাফিজ সইদের দল পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (পিএমএমএল) ওই দেশে ফেব্রুয়ারিতে হতে চলা সাধারণ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছে। ওই দল সারা দেশে প্রতিটি জাতীয় ও প্রাদেশিক বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী দিয়েছে। শুধু তাই নয়, হাফিজ তার ছেলে তালহা সইদকেও প্রার্থী করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ল্যান্ড রোভার কিংবা জাগুয়ার নয়, রতন টাটা চড়েন এই গাড়িতে! জানুন তাঁর গাড়ির কালেকশন
পাকিস্তানের জনগণকে ইসলামিক স্টেটের স্বপ্ন দেখানো হচ্ছে: তথ্য অনুযায়ী, লাহোর থেকে নির্বাচনে লড়ছেন হাফিজ সইদের ছেলে। শুধু তাই নয়, হাফিজের সঙ্গে যুক্ত সংগঠনটি পাকিস্তানের জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি রাজনৈতিক এজেন্ডাও নিয়ে এসেছে। মূলত, ওই দল নির্বাচনে ইসলামিক স্টেটের স্বপ্ন দেখাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, মুম্বাইয়ের ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে টেরর ফান্ডিংয়ের দু’টি মামলায় ২০২০ সালের নভেম্বরে পাঞ্জাবের সন্ত্রাসবিরোধী আদালত ১০ বছরের কারাদণ্ড দেয়। শুধু তাই নয়, সইদের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ১.১ লক্ষ টাকার জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত।





Made in India