বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) এয়ারস্ট্রাইক নিয়ে এবার প্রতিক্রিয়া দিল ভারত (India)। ঘুরিয়ে ইরানকেই (Iran) সমর্থন করল নয়া দিল্লি (New Delhi)। গত বুধবার রাতে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বেশ স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন, ‘এটা ইরান এবং পাকিস্তানের বিষয়। ভারতের ক্ষেত্রে বলতে পারি, সন্ত্রাসবাদ নিয়ে আমাদের যে জিরো টলারেন্স নীতি আছে, তাতে আমাদের অবস্থান একেবারে আপসহীন।
সেই সাথে রণধীর জয়সওয়াল আরও জানিয়েছেন, ‘যখন নিজেদের আত্মরক্ষায় কোনও দেশ কোনও পদক্ষেপ করে থাকে, সেই বিষয়টা আমরা বুঝি।’ বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই বক্তব্যের পর সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, সরাসরি না হলেও ঘুরিয়ে ইরানের প্রতি সমর্থন জানাচ্ছে ভারত। এর আগে ২০১৯ সালেও এই জঙ্গি গোষ্ঠিকে নির্মূল করার লক্ষ্যেই বালকোটে এয়ারস্ট্রাইক চালিয়েছিল নয়া দিল্লি।
এই হামলার পর ইরান জানিয়েছে পাক মাটিতে এখনও বেশ সক্রিয় রয়েছে এই জঙ্গিগোষ্ঠী। এই ঘাঁটি লক্ষ্য করেই ড্রোন এবং মিসাইল ছুঁড়েছে ইরানের সামরিক বাহিনী। গত মঙ্গলবার পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালুচিস্তানে জেহাদি সংগঠন জইশ আল আদলের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরানের এলিট রেভোলিউশনারি গার্ড।
আরও পড়ুন: এবার লোকাল ট্রেন ছুটবে ১২০ কিমি স্পিডে, হাওড়ার এই লাইনে সফল ট্রায়াল রেলের! উপকৃত হবেন যাত্রীরা
উল্লেখ্য, এর আগে একাধিকবার ইরানে হামলা চালিয়েছে এই জঙ্গিগোষ্ঠী। একাধিক বোমা বিষ্ফোরণের দায়ও স্বীকার করেছে তারা। আর তাই এবার এই গোষ্ঠিকে নির্মূল করার লক্ষ্যে নেমেছে ইরান। ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান এই হামলা প্রসঙ্গে জানিয়েছেন, ‘পাকিস্তানের জমিতে শুধুমাত্র জঙ্গিঘাঁটিগুলোতে হামলা চালিয়েছি আমরা। সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে ইরান। তবে জাতীয় নিরাপত্তায় সঙ্গে কখনওই আপোস আমরা করব না।’

যদিও ইরানের উপর হামলার দায় সরাসরি স্বীকার করেনি পাক সরকার। উল্টে পাক সরকার তাদের অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছে, দুটি শিশুর মৃত্যু হয়েছে এই এয়ারস্ট্রাইকে। আহত হয়েছেন মোট তিনজন। ঘটনার পরপরই ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তয়পর হয়ে উঠেছে ইসলামাবাদ। দেশ থেকে বহিস্কার করা হয়েছে ইরানের রাষ্ট্রদূতকে। সেই সাথে ইরানে থাকা পাক রাষ্ট্রদূতকেও ফিরে আসার নির্দেশ পাঠানো হয়েছে।





Made in India