বাংলাহান্ট ডেস্ক : মুখে যতই ভারত (India) বিরোধী সুর থাকুক না কেন, অর্থনীতি টিকিয়ে রাখতে যে এ দেশই ভরসা তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মালদ্বীপ। মাঝে ভারতের সঙ্গে শত্রুতা বাড়িয়ে নিজের পায়ে নিজেই কুড়ু্ল মেরেছিলেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। ভারতীয় পর্যটকরা মুখ ফেরাতেই বড়সড় ধাক্কা খেয়েছিল মালদ্বীপ পর্যটন। শেষমেষ ঋণের দায়ে ভারতের (India) থেকেই হাত পেতে সাহায্য নিতে হয়েছে মালদ্বীপকে। আর এখন আবারও ভারতের উপরেই ভরসা করল এই দ্বীপ রাষ্ট্র।
ভারতের (India) থেকেই সাহায্য নিতে হল এই দেশকে
মালদ্বীপে গ্লোবাল টুরিজমের মুখ হিসেবে ঘোষণা করা হল ক্যাটরিনা কাইফকে। সদ্য অভিনেত্রীকে সে দেশের পর্যটন অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হয়েছে। এই নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। বিবৃতি দিয়ে তিনি জানান, মালদ্বীপের মতো সৌন্দর্য এবং বিলাসবহুল পর্যটন শিল্পের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। এখানে সৌন্দর্য এবং শান্তির অপরূপ সহাবস্থান রয়েছে। । ‘সানি সাইড অফ লাইফ’ এর মুখ হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি সম্মানিত বশে মন্তব্য করেন ক্যাটরিনা।

বিবাদ বাড়ে দুই দেশের: কোভিডের সময় থেকেই হঠাৎ করে ভারতীয় (India) পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে মালদ্বীপ। কিন্তু ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপকে ভ্রমণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়।। পর্যটকদের হারানোর ভয়ে মোদীকে নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন মুইজ্জুর মন্ত্রীসভার কয়েকজন সদস্য। ভারত (India) বিরোধী বিভিন্ন মন্তব্যের পরেই ওঠে ঝড়। মালদ্বীপ বয়কটের ডাক দেন ভারতীয় পর্যটকরা।
আরো পড়ুন : চড়ের বদলা, TMC কাউন্সিলরের চুলের মুঠি ধরে মাটিতে ফেলল তরুণী! ভিডিও শেয়ার করে কটাক্ষ সজল ঘোষের
আর্থিক সাহায্য ভারতের: এরপরেই চাপ বাড়ে মালদ্বীপের উপরে। পর্যটন শিল্পে বড়সড় ধাক্কার মুখে পড়ে মালে। বিপদের মুখে সেই ভারতের (India) দ্বারস্থই হতে হয় মালদ্বীপকে। গত বছরই চরম আর্থিক সঙ্কটে থাকা মালদ্বীপকে ৩০০০ কোটি টাকার আর্থিক সাহায্য করে ভারত। আর তারপরেই বদলে যায় মুইজ্জুর সুর।
আরো পড়ুন : ‘দিল্লি ফাইলস’ এখন ‘বেঙ্গল ফাইলস’! কাশ্মীরের পর বাংলার রাজনৈতিক ইতিহাসে নজর বিবেক অগ্নিহোত্রীর
ভারত বিরোধিতা ছেড়ে আবারো দুই দেশের মধ্যে সুসম্পর্ক রক্ষার উপরে জোর দিয়েছে মালদ্বীপ। গতবছর ভারত সফরে এসেছিলেন সে দেশের প্রেসিডেন্ট। আগামী জুলাই মাসে মোদীও যাচ্ছেন মালদ্বীপ সফরে। তার আগেই পর্যটনের নতুন মুখ নির্বাচন করল মালদ্বীপ।





Made in India