বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার (India National Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীর ইংল্যান্ড থেকে ভারতে ফিরে এসেছেন। মূলত, তাঁর মায়ের হার্ট অ্যাটাকের কারণে তিনি তড়িঘড়ি দেশে ফিরে আসেন। বর্তমানে গৌতম গম্ভীর তাঁর মায়ের কাছে থাকার জন্য এবং চিকিৎসার কারণে ভারতে এসেছেন। এমন পরিস্থিতিতে, মনে করা হচ্ছিল যে, ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ার প্রস্তুতি প্রভাবিত হবে। কিন্তু, BCCI এটি হতে দেবে না।
টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্রস্ততির দায়িত্ব নিচ্ছেন কে?
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ভিভিএস লক্ষ্মণ টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্রস্তুতিতে সাহায্য করবেন এবং গৌতম গম্ভীর ফিরে না আসা পর্যন্ত তিনি দলের সাথেই থাকবেন। মূলত, ইংল্যান্ডের সাথে ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে। এদিকে, গৌতম গম্ভীরের ১৭ বা ১৮ জুন ইংল্যান্ডে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। ওই সময়ে ভিভিএস লক্ষ্মণ টেস্ট সিরিজের জন্য দলকে প্রস্তুত করবেন।
রেভস্পোর্টজের এক রিপোর্ট অনুসারে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ বর্তমানে লন্ডনে রয়েছেন। কারণ, ভারতের অনূর্ধ্ব ১৯ দলও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে। এদিকে, লক্ষ্মণ এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব দিয়েছিলেন। ভারত সেই সিরিজটি জিতেও ছিল। সেই সময়ে ভারতের মূল দল (India National Cricket Team) টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিল।
আরও পড়ুন: পাকিস্তানের ঘুম উড়িয়ে ভারতীয় নৌবাহিনী পেল ভয়ঙ্কর অস্ত্র! মুহূর্তের মধ্যে ধ্বংস হবে যুদ্ধবিমান
এদিকে, গৌতম গম্ভীরের ভারতে ফেরা টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্রস্তুতির জন্য একটি ধাক্কা বলে মনে করা হচ্ছিল. কারণ অবসরের কারণে সিনিয়র খেলোয়াড়রা এই সফরে উপলব্ধ নন। অন্যদিকে শুভমান গিল এই সিরিজে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে চলেছেন। পাশাপাশি, সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন ঋষভ পন্থ।
আরও পড়ুন: ইরান-ইজরায়েল সংঘর্ষে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বৃদ্ধি! কী পরিকল্পনা ভারতের?
জানিয়ে রাখি যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়াও রবিচন্দ্রন অশ্বিনও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এদিকে, জসপ্রীত বুমরাহরও প্রতিটি ম্যাচে খেলার সম্ভাবনা নেই। এমতাবস্থায়, ইংল্যান্ড সফরে ভারতের (India National Cricket Team) একটি নতুন দল রয়েছে। যার ফলে এই সিরিজে শুভমান গিল এবং তাঁর বাহিনীর ওপর অবশ্যই চাপ থাকবে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:\