বাংলা হান্ট ডেস্ক: বেলুচিস্তানে ট্রেন হাইজ্যাকের ঘটবে ভারতকে দায়ী করেছে পাকিস্তান (India-Pakistan) সরকার ও সেই দেশের সেনাবাহিনী। তবে, বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই ট্রেন ছিনতাইয়ের দায় স্বীকার করেছে। অন্যদিকে পাক আর্মি দাবি করেছে, এই ঘটনা প্রত্যক্ষভাবে ঘটিয়েছে ভারত ও আফগানিস্তান।
ভারতের বিরুদ্ধে বিষ উগরে মুখ পুড়ল পাকিস্তানের (India-Pakistan):
উল্লেখ্য যে, গত সপ্তাহে মঙ্গলবার এই ট্রেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর গত শুক্রবার সাংবাদিক সম্মেলনে পাক সেনা ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এর জন্য ভারতকে দায়ী করেন। তবে, পাকিস্তানি সাংবাদিক আরজু কাজমি তাঁর দেশের সেনাবাহিনী ও সরকারের দাবি প্রত্যাখ্যান করেছেন।
ইউটিউবে কামার চিমার সঙ্গে কথা বলার সময়ে আরজু কাজমি বলেন, “পাক সেনা বলছে, ভারতীয় মিডিয়া এই ট্রেন হাইজ্যাকের ঘটনায় তুমুল সাড়া ফেলে দিয়েছে এবং মিথ্যে বলেছে। আমি বলি শুধু ভারত নয়, বরং সারা বিশ্বের মিডিয়া চিৎকার করছিল। ট্রেন হাইজ্যাকের পর খোদ পাক মিডিয়াও কয়েক ঘণ্টা চুপ ছিল। পাকিস্তানের (India-Pakistan) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বিশ্বব্যাপী মিডিয়া কথা বলে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই এমন কথা বলেছে পাকিস্তান।”
আরও পড়ুন: এবারে হবে আসল খেলা! ভারতের এই একটি সিদ্ধান্তেই ঘুম উড়ল চিন-পাকিস্তানের
“প্রমাণ থাকলে বিশ্বকে দেখাও”: আরজু কাজমি আরও বলেন, “ভারতকে দোষারোপ করে কাজ হবে না। আমরা এটা বলে বাঁচতে পারি না যে আফগানিস্তান এবং ভারত এই ঘটনা ঘটিয়েছে। আমাদের জিনিসগুলি সঠিকভাবে পেতে এবং জনগণের জন্য কাজ করতে হবে। ভারত (India-Pakistan) যদি কিছু নষ্ট করে তাহলে আমাদের প্রতিষ্ঠানের উচিত তা করা থেকে বিরত রাখা। আমাদের কাজ বোঝাতে হবে। সীমান্তের ওপার থেকে সবকিছু হচ্ছে বললে চলবে না।”
আরও পড়ুন: অনুশীলনেই বড় চমক! রিঙ্কু-রাসেল নয়, KKR-এর “তুরুপের তাস” হবেন এই খেলোয়াড়
আরজু বলেন, “পাকিস্তান যদি ভারতকে (India-Pakistan) অভিযুক্ত করে তাহলে তার উচিত জোরালো প্রমাণ দেওয়া। আমাদের উচিত ভারতকে বিশ্বের সামনে তুলে ধরা। অথবা আমাদের উচিত এসব বন্ধ করে বেলুচিস্তানে নিজেদের অবস্থান শক্তিশালী করা। আমাদের যোগাযোগ বাড়াতে হবে এবং বেলুচিস্তানের জনগণের সঙ্গে কথা বলা উচিত। অন্য দেশকে এইভাবে দোষারোপ করা উচিত নয়।”
 
			 

 
    




 Made in India
 Made in India