বাংলাহান্ট ডেস্ক : প্রতিবছর বিশ্বের নানা প্রান্ত থেকেই অসংখ্য পর্যটক আসেন ভারত (India) ভ্রমণে। উত্তরের হিমালয় থেকে দক্ষিণের কন্যাকুমারী, পশ্চিমের থর মরুভূমি থেকে পূর্বের অসম, প্রাকৃতিক বৈচিত্রের এক মিলনক্ষেত্র ভারতবর্ষ। ভারতের প্রকৃতি-সংস্কৃতির সাথে একাত্ম হতে যুগ যুগ ধরে এদেশে ছুটে আসছেন বিদেশি পর্যটকেরা।
নিরাপত্তার নিরিখে বিদেশিদের কাছে ভারতের (India) অবস্থান
বিদেশি পর্যটকদের (Foreign Tourist) জন্য ঠিক কতটা নিরাপদ ভারত? এবার সেই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করল একটি সংস্থা। বুধবার এই সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে ভারত (India) স্থান পেয়েছে বিশ্বের ৬৬তম নিরাপদ দেশ হিসাবে। তবে সবথেকে আশ্চর্যের কথা, এই রিপোর্টে আমেরিকাকেও টপকে গিয়েছে ভারত।
আরও পড়ুন : গ্রাহকেরা হন সতর্ক! AirFiber-এর নামে এইভাবে “লোক ঠকাচ্ছে” Jio-Airtel? ফাঁস আসল সত্য
সোজা কথায়, বিদেশি পর্যটকদের নিরাপত্তার খাতিরে আমেরিকার থেকেও বেশি সুরক্ষিত ভারত। সার্বিয়ান ক্রাউডসোর্সড ডেটা প্ল্যাটফর্ম দ্বারা সংকলিত এবং প্রকাশিত সমীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে ভ্রমণের জন্য ভারত পেয়েছে ৫৫.৭ এর সুরক্ষা সূচক স্কোর। এই তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ৮৯তম স্থানে।
আরও পড়ুন : প্রসেনজিৎ নন, ‘মহানায়ক’ দেব-ও বাদ, বাংলা ছবিতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেন এই জনপ্রিয় হিরো!
হিসাব করলে দেখা যাচ্ছে, সুরক্ষা সূচকের নিরিখে আমেরিকার থেকে বেশ কিছুটা ভালো অবস্থানে রয়েছে ভারত (India)। অন্যদিকে, প্রতিবেশী পাকিস্তান ৫৬.৩ সূচক স্কোর সহ তালিকায় ভারতের এক ধাপ আগে ৬৫ তম স্থানে অবস্থান করছে। আবার গাজায় ইজরায়েলি সেনার ধ্বংসযজ্ঞের মাঝেও সুরক্ষা সূচকে ভারতের থেকে কিছুটা এগিয়ে রয়েছে প্যালেস্টাইন।
নুম্বেরো তাদের ওয়েবসাইটে ‘পর্যটকদের দ্বারা পরিচালিত সমীক্ষা রিপোর্ট থেকে প্রাপ্ত’ সামগ্রিক অপরাধের স্তরের হিসাবে বিশ্বের মোট ১৪৬ টি দেশকে স্কোর প্রদান করেছ। এই স্কোরের ভিত্তিতে তালিকার একদম শীর্ষে অর্থাৎ সবথেকে নিরাপদ দেশ হিসাবে স্থান পেয়েছে অ্যান্ডোরা। সূচকে তাদের স্কোর ৮৪.৭। পাশাপাশি নিরাপদ দেশের তালিকায় প্রথম পাঁচের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই), কাতার, তাইওয়ান ও ওমান।

আবার এই রিপোর্টে বিশ্বের সবথেকে অনিরাপদ দেশ হিসাবে উঠে এসেছে ভেনেজুয়েলার নাম। সুরক্ষা সূচকে লাতিন আমেরিকার এই দেশটির স্কোর ১৯.৩। একই সাথে বিদেশি পর্যটকদের জন্য অনিরাপদ দেশ হিসাবে তালিকার শীর্ষে রয়েছে রয়েছে পাপুয়া নিউগিনি, হাইতি, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার নাম।





Made in India