বাংলা হান্ট ডেস্ক : সফল হল ভারতের চন্দ্র অভিযান (Chandrayaan 3)। পূরণ এক নতুন স্বপ্ন। ল্যান্ডার বিক্রম (Lander Vikram) পালকের মতো চাঁদের মাটি স্পর্শ করার পরই শুরু হয়ে যায় দেশ জুড়ে উৎসব। দেশ বিদেশ থেকে আসে শুভেচ্ছা। ভারতের চন্দ্র বিজয় নিয়ে পাকিস্তানের সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে মাঠে সে দেশের সংবাদমাধ্যম। পাকিস্তানিরা (Pakistan) এক বাক্যে মেনে নেন ভারত অনেকটাই এগিয়ে পাকিস্তানের থেকে। শুধু তাই নয়, প্রায় প্রত্যেকেই পাকিস্তানের সরকার ও রাজনীতিকদের দোষ দেন এই পরিস্থিতির জন্য। তাদের কথায় রাজনীতির কারণেই পাকিস্তানের উন্নতি সম্ভব হয়নি।
১০০ বছর পিছিয়ে আমরা : পাকিস্তানের এক পোশাক বিক্রেতা এই বিষয়ে বলেন, ‘পাকিস্তান ১০০ বছর পিছিয়ে আছি ভারতের থেকে। আজ থেকে ১০০ বছর পরে গিয়ে হয়ত আমাদের দেশের কোনও স্যাটেলাইট চাঁদে পা রাখবে। তবে তারও কোনও আশা দেখতে পাচ্ছি না। কারণ আমাদের রাজনীতিকরা নিজেদের মধ্যে লড়াই করে চলেছে। একে অপরের ওপর অভিযোগের আঙুল তুলছে। একজন বলছে যে এ চুরি করেছে, অপরজন অন্য কথা বলছেন। আম জনতা তো আর শান্তি পাচ্ছে না এতে।’

আমরা তো এখনও মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল : এদিকে এক পাকিস্তানি তরুণ এই প্রসঙ্গে বলেন, ‘ভারত চাঁদে পৌঁছে গেল। আর আমরা এখানে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল। আমাদের দেশের সরকার তো বিজ্ঞান ও প্রযুক্তি বা এই ধরনের কোনও বিষয় নিয়ে কিছু চিন্তাভাবনাই করে না।’
পাকিস্তানে তো শিক্ষিতরা সুযোগ পায়না : অপর একজন বলেন, ‘শিক্ষার দিক দিয়ে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত। আমি দুবাইতে কাজ করি। সেখানে ভারতীয়দের আমি দেখেছি। তারা অনেক শিক্ষিত। আর পাকিস্তানিদের মধ্যে যারা শিক্ষিত, তারা সুযোগ পায় না। আর কেউ এগোতে চাইলেও এদেশে তাকে দাবিয়ে দেওয়া হয়। কেউ ভালো প্রোজেক্ট চালু করতে চাইলে সরকার তা সরকার সমর্থন করে না। যদি সরকার এদেন সাহায্য করত, তাহলে পাকিস্তানও অনেক দূর এগোতে পারত। পাকিস্তানে মেধার অভাব নেই।’
আরও পড়ুন : সফল চন্দ্রযান ৩! ভারতের প্রশংসায় পঞ্চমুখ কমলা হ্যারিস থেকে NASA! তাঁদের মন্তব্যে গর্বিত হবেন
‘আমাদের বাজেটই নেই’ : এদিকে আরও এক যুবককে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভারতের আইটি ছাত্ররা আমাদের থেকে কত এগিয়ে। ওরা আইটি খাতে অনেক উন্নতি করেছে। ভারতের সরকার সেদেশের আইটি খাতকে সাহায্য ও সমর্থনও করে। তাদের জন্য আলাদা বাজেট বরাদ্দ হয়। আর এখানে পাকিস্তানে আমাদের আইটি খাতের জন্য কোনও বাজেট নেই। সরকার কোনও সাহায্য করে না। কোনও সুযোগ নেই এখানে যে আমরা এই খাতে কাজ করব। আর এখানে পড়াশোনার মানও তেমন না। আর ভারত কত ওপরে আমাদের থেকে।’





Made in India