বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই আইসিসি (ICC) ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিল বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan Cricket Team)। কিন্তু তাদের সেই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র ৪৮ ঘন্টা। তারপরেই তারা তিন নম্বরে নেমে গিয়েছিল এবং অস্ট্রেলিয়া শীর্ষস্থান এবং ভারতীয় দল (Team India) এই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান দখল করে রেখেছিল। কিন্তু তারপর আইসিসির বার্ষিক যে ক্রমতালিকা প্রকাশ হয়েছে ওডিআই ফরমেট এর ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে ভারতকে টপকে মাত্র এক রেটিং পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে পাক ক্রিকেট দল। অস্ট্রেলিয়া এই তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে।
এই বার্ষিক র্যাঙ্কিংটি নির্ধারণ করা হয়েছে ২০২০ সালের মে মাসের পর থেকে যাবতীয় ওডিআই সিরিজে এই দলগুলির অংশগ্রহণের পর হওয়া ফলাফলের মধ্যে দিয়ে। এই তালিকায় সবচেয়ে বেশি ওডিআই ম্যাচ (৩৩) খেলেছে ভারতীয় দল। এই মুহূর্তে তাদের রেটিং পয়েন্ট ১১৫। এই সময়কালের মধ্যে ২০ টি ওডিআই ম্যাচ খেলে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১১৬। ২৩ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৮।

চলতি বছরেই ভারতের মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের শুরুতেই এই দুই প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামতে হবে রোহিত শর্মাদের। ভারতের এই টুর্নামেন্টে প্রথম ম্যাচটি আয়োজিত হবে চেন্নাইয়ে। সেই ম্যাচের দিনক্ষণ সম্পর্কে কোন তথ্য এখনো পর্যন্ত না পাওয়া গেলেও জানা গিয়েছে চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত।
সেই সঙ্গে তথ্য পাওয়া গিয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়েও। জানা গিয়েছে মহালয়ার ঠিক পরের দিন অর্থাৎ ১৫ ই অক্টোবর প্রথমার দিন ভারত এবং পাকিস্তানের একে অপরের মুখোমুখি হবে। যদিও কোন স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচ আয়োজিত হবে সেই সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে কলকাতা সেই সময় ব্যস্ত থাকবে দূর্গাপূজার প্রস্তুতিতে তাই কলকাতায় ওই হাইভোল্টেজ ম্যাচ আয়োজন হওয়ার সম্ভাবনা কিছুটা কম।
পাকিস্তানের ভারতের থেকে আপাতত এই ক্রমতালিকায় এগিয়ে থাকার ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। শেষ কিছু সময় ধরে পাকিস্তান শুধু ঘরের মাটিতেই ওডিআই সিরিজ খেলেছে। ফলে স্বাভাবিকভাবেই তাদের সাফল্যের হারও বেড়েছে। ভারতের ক্ষেত্রে ব্যাপারটা অত সরল ছিল না। তারা ঘরের মাটির পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ইত্যাদি দেশে ওডিআই সিরিজ খেলেছে। বেশ কিছু ক্ষেত্রে তুলনামূলক অনভিজ্ঞদের নিয়েও মাঠে নেমেছিল ভারত। আসল পরীক্ষা বিশ্বকাপে যখন দুই দল মুখোমুখি হবে তখনই হবে বলে মনে করেন।





Made in India