বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের তরফে অভিযোগ করে বলা হয়েছে যে, তাদের দেশের সীমান্তে ভারতের তরফ থেকে একটি সুপারসনিক মিসাইল ছোড়া হয়েছিল, এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের সীমান্তের প্রায় ১২৪ কিলোমিটার ভিতরে পড়েছিল। যা পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেম চিহ্নিত করেছে। এখন এই অভিযোগের পর ভারতের পক্ষ থেকেও জবাব দেওয়া হয়েছে। ভারত স্বীকার করেছে যে, ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক পাকিস্তানে গিয়ে ক্ষেপণাস্ত্রের আঘাত হানার বিষয়ে আনুষ্ঠানিক জবাব দেওয়ার সময় বলেছে যে, রক্ষণাবেক্ষণের সময় ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানে গিয়ে আছড়ে পড়ে। এই ঘটনায় আমরা দুঃখিত। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, ভারত পাকিস্তানকে বলেছে যে, ত্রুটির কারণে এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের সীমান্তে চলে গিয়েছিল।
উল্লেখ্য, পাকিস্তান অভিযোগ করেছিল যে ৯ মার্চ ভারত থেকে একটি ‘সুপারসনিক প্রজেক্টাইল’ নিক্ষেপ করা হয়েছিল। পাকিস্তান আশঙ্কা করেছে যে, এটি একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র যা হরিয়ানার সিরসা থেকে ছোড়া হয়েছিল। সিরসায় ভারতীয় বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রয়েছে। এটি পাকিস্তানের বিমান প্রতিরক্ষা দ্বারা ট্র্যাক করা হয়েছিল।
পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর-র ডিজি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে, এই ক্ষেপণাস্ত্রটিতে গোলাবারুদ ইত্যাদি ছিল না এবং অনুশীলনের জন্য ছোঁড়া হয়েছিল এবং এটি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিংয়ে গিয়ে পড়ার কথা থাকলেও পড়ে যায় পাকিস্তানের মিয়া চান্নু এলাকায়। পাকিস্তানের জানিয়েছে যে, এতে কোনো প্রাণ বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি, তবে এটি আন্তর্জাতিক বিমান চলাচল সুরক্ষার বিরুদ্ধে এবং এটি একটি বড় দুর্ঘটনা ঘটাতে পারত।
DG ISPR Press Conference – 10 March 2022 https://t.co/W5HTbFll3V
— DG ISPR (@OfficialDGISPR) March 10, 2022
আপনাদের বলে দিই যে, পাকিস্তানের মিয়াঁ চান্নুতে যে জায়গায় এই সুপারসনিক মিসাইলটি পড়েছিল, সেই এলাকা জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের বাড়ি থেকে মাত্র ১৬০ কিলোমিটার দূরে।





Made in India