বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারনে অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ায় কমে গিয়েছে নতুন চাকরির সুযোগ। দিন যত যাচ্ছে ততই আরও সঙ্গীন হচ্ছে বেকার যুবক যুবতীদের অবস্থা। আপনিও কি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য বড় সুখবর। এবার বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ২৯৪৫ টি শূন্যপদে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে RRC। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করতে পারেন RRC-র অফিসিয়াল ওয়েবসাইট er.indianrailways.gov.in-এ।জানিয়ে রাখি, ৪ অক্টোবর থেকেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ ৩ নভেম্বর ২০২১।
শিক্ষাগত যোগ্যতাঃ
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণী পাশ করে থাকতে হবে। সাথে সাথেই পেতে হবে ৫০ শতাংশের বেশি নম্বর। এই নম্বরের ভিত্তিতেই নির্বাচিত প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করা হবে ১৮ নভেম্বর ২০২১ তারিখে। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী, প্রার্থীদের অবশ্যই শারীরিকভাবে সক্ষম হতে হবে।
বয়সঃ
ভারতীয় রেলওয়ে তরফে জানানো হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বয়সের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা কোন ছাড় পাবেন কিনা তা জানানো হয়নি।

আবেদন প্রক্রিয়াঃ
জানিয়ে রাখি সম্পূর্ণ আবেদন করা যাবে অনলাইনেই। এর জন্য RRC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে। জানিয়ে রাখি এক্ষেত্রে আবেদন মূল্য ১০০ টাকা। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন মূল্য ছাড় রয়েছে। একই সঙ্গে জানাই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১ অক্টোবর, তাই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
 
			 





 Made in India
 Made in India