বাংলাহান্ট ডেস্ক : লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল ভারতীয় রেল (Indian Railways)। একাধিক জায়গায় সবথেকে বেশি মানুষকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করার জন্য এই নয়া পালক জুড়ল ভারতীয় রেলের মুকুটে। ইতিপূর্বে কোনো দেশ এমন অসামান্য নজির গড়তে পারেনি। সেই অসম্ভবকে যেনো সম্ভব করে দেখাল ভারতীয় রেল মন্ত্রক।
সূত্রের খবর, রেল মন্ত্রকের পক্ষ থেকে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সারা ভারত জুড়ে ২,১৪০টি স্থানে। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মোট ৪০ লক্ষ ১৯ হাজার ৫১৬ জন। দেশের বিভিন্ন নতুন রেল স্টেশনের ভিত প্রতিষ্ঠার পাশাপাশি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেল লাইনের নিচে ও উপর দিয়ে আন্ডারপাস ও ব্রিজের উদ্বোধন করেছিলেন।
আরোও পড়ুন : সুপার এইটে এই তিন প্লেয়ার ডোবাবে ভারতকে, ভেঙে দেবে টিম ইন্ডিয়ায় কাপ জয়ের স্বপ্ন
ভারতীয় রেলের এমন উদ্যোগকে পৃষ্ঠায় জায়গা দিয়ে সম্মান জানালো লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।দ্বিতীয় বার রেলমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেছেন অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার তিনি নরেন্দ্র মোদির নেতৃত্বে তৈরি হওয়া এনডিএ সরকারের রেল মন্ত্রক ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্ব গ্রহণ করেছেন।
আরোও পড়ুন : এবার কপাল পুড়ল বাংলাদেশের সোনালী ব্যাংকের! প্রায় কোটি টাকা ফাইন করল RBI, কেন এই সিদ্ধান্ত?
এদিন তিনি অফিসে যেতেই রেল মন্ত্রকের আধিকারিক ও কর্মীরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। নরেন্দ্র মোদিকে এদিন ধন্যবাদ জ্ঞাপন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দায়িত্ব পাওয়ার পর এদিন সংবাদ মাধ্যমের সামনে রেলমন্ত্রী বলেন, “দেশকে সেবা করার জন্য মানুষ ফের প্রধানমন্ত্রী মোদিকে আশীর্বাদ করেছেন। গত ১০ বছরে রেলওয়ে খুব বড় ভূমিকা নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রেলওয়েতে প্রচুর সংস্কার করেছেন।”

আরোও সংযোজন, “রেলওয়ের বিদ্যুৎকরণের পাশাপাশি নতুন রেললাইনের নির্মাণ, নতুন ধরনের ট্রেন, নতুন পরিষেবা চালুর সঙ্গে সঙ্গে স্টেশনগুলিও নতুন করে গড়ে তোলা হয়েছে। এগুলো গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদির খুব বড় সাফল্য। প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নতির জন্য সবসময় সচেষ্ট থেকেছেন। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এর জন্য ধন্যবাদ জানাই।”





Made in India