বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল বিশ্বের অন্যতম বিস্তৃত রেল নেটওয়ার্ক। রেল মন্ত্রক তাদের নেটওয়ার্ককে আরও শক্তিশালী ও প্রসারিত করার জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে। রেলপথ বিস্তারের পাশাপাশি, পুরনো ও গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিকে নতুন করে সাজানোর পরিকল্পনা করেছে রেল। উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশনও রয়েছে সেই তালিকায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি NJP নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। আজ থেকেই নতুন ভাবে NJP স্টেশনকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। ভিত পুজো হয় শুক্রবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই পুজোতে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি। এছাড়াও সাংসদ রাজু বিস্ত্, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জেনারেল ম্যানেজার অনসুল গুপ্ত ও ডিআরএম এস কে চৌধুরী উপস্থিত ছিলেন।
জেনারেল ম্যানেজার অনসুল গুপ্ত জানিয়েছেন, পার্কিং এর ব্যবস্থা গড়ে তোলা হবে নতুন করে। তিনি জানান এই কাজ আগামী ৩০ মাসের মধ্যেই সম্পন্ন করা হবে। এছাড়াও জেনারেল ম্যানেজার বলেন স্টেশনের আশেপাশে কোন জবরদখল থাকলে তা সরিয়ে নতুন স্টেশনের কাজ শুরু হবে। আনুমানিক ৩৩৭ কোটি টাকা খরচ ধরা হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনের এই পুনর্নবীকরণের জন্য। গোটা স্টেশনকে এই টাকায় নতুনভাবে গড়ে তোলা হবে।
জানা গেছে নতুনভাবে তৈরি নিউ জলপাইগুড়ি স্টেশন বিশ্বের বড় বড় স্টেশন গুলিকেও টেক্কা দিতে পারবে। এমনকি এই স্টেশনের নকশা পিছনে ফেলে দেবে বিমানবন্দরকেও। এই স্টেশনে তৈরি করা হবে ডজন খানেক এক্সেলেটর ও বয়স্কদের ব্যবহারের জন্য লিফট। সম্পূর্ণ আলাদা ব্যবস্থা থাকবে আপ ও ডাউন ট্রেনের জন্য। এছাড়াও রুফ প্লাজা থাকবে যাত্রী স্বাচ্ছন্দের জন্য। সেই জায়গায় বসানো হতে পারে ক্যাফেটেরিয়া। সূত্রের দাবি, নতুন এই স্টেশনে থাকবে বাচ্চাদের জন্য গেমিং এর ব্যবস্থাও।





Made in India