বাংলাহান্ট ডেস্ক : ১০৬ বছর বয়সেও দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এক মহিলা। সেই প্রতিযোগিতায় জিতছেন সোনাও! শুনতে অবাক লাগলে এমনটাই করে দেখিয়েছেন হরিয়ানার (Hariyana) রামবাই। বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা আবার প্রমাণ করে ছাড়লেন এই শতায়ু মহিলা। রামবাই তিনটি সোনা জিতেছেন দেহরাদূনে একটি দৌড় প্রতিযোগিতায়।
দেহরাদূনে ৮৫ ঊর্ধ্বদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় রামবাই তিনটি আলাদা বিভাগে খেলতে নেমেছিলেন। এই প্রতিযোগিতায় রামবাই লড়েছেন তার থেকে কুড়ি বছরের ছোট প্রতিযোগীদের সাথে। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড় এবং শটপাটে এক লহমায় হারিয়ে দিয়েছেন রামবাই।
জীবনের ১০০ টা বসন্ত পার করে আসার পর রামবাইয়ের মনে হয় তিনি একজন ক্রীড়াবিদ হবেন। রামবাইয়ের সেই ভাবনা চিন্তা শুধুমাত্র মনের কল্পনায় সীমাবদ্ধ থাকেনি। তিনি বাস্তবে তার রূপ দিতে সচেষ্ট হয়ে ওঠেন গত বছর। একটি ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড করেন রামবাই। এবার তাঁর ঝুলিতে এল আরও তিনটি নতুন পদক।
রামবাইয়ের জন্ম হয় হরিয়ানা চরখি দাদরি গ্রামে। বিয়ে হওয়ার পর আর পাঁচটা সাধারন গৃহবধুর মতই ছিল তার জীবন। সংসারের কাজ সামলানোর পাশাপাশি কাজ করতে যেতেন জমিতে। কিন্তু অন্য কিছু করার তাগিদ তাকে অল্প বয়স থেকেই নাড়া দিত। অনুশীলনের পর গতবছর একটি প্রতিযোগিতায় নাম দেন রামবাই। সেখানে সবার নজর করেন তিনি।

পাঞ্জাবের মান কৌর ১০০ বছর বয়সে কানাডার ভ্যাঙ্কুভারে একটি প্রতিযোগিতায় সোনা অর্জন করেন ২০১৬ সালে। মান কৌরের এই ঘটনা খুবই অনুপ্রাণিত করেছিল রামবাইকে। নাতনি
শর্মিলা সাওয়ানের কাছ থেকে এই গল্প শুনে রামবাইও ঠিক করে নেন যে তিনি দৌড়বিদ হবেন। এরপর আর থামেনি রামবাইয়ের দৌড়। অন্য কারোর সাহায্য ছাড়াই রামবাই এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যে।





Made in India