বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর সিরিজ এখনও রয়েছে অমীমাংসিত অবস্থায়। কানপুরের মাটিতে খেলা প্রথম টেস্ট ড্র হয়েছিল। শেষ দিনে ৯৪ ওভার ব্যাট করে ভারতকে জিততে দেয়নি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৩রা ডিসেম্বর থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্যাচে খেলবেন অধিনায়ক বিরাট কোহলি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শেষ ৫টি টেস্টের রেকর্ডের দিকে তাকালে দেখা যায়, ভারত জিতেছে মাত্র ২টিতে, হারতে হয়েছে ২টিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে সেরা ক্রিকেট খেলতে হবে তাদের। তবে মুম্বাইয়ে বশেষ দুই টেস্টে ইনিংসে জিততে পেরেছে ভারত। স্পিন বোলারদের ভূমিকা এখানেও গুরুত্বপূর্ণ। এই মাঠে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এখনও পর্যন্ত ২টি টেস্ট খেলা হয়েছে। ভারতীয় দল একটি ম্যাচে জিতেছে আর একটি ম্যাচে জিতেছে নিউজিল্যান্ড। তবে ১৯৮৮ সালের পর প্রথমবার ওয়াংখেড়র মাটিতে দুই দলের মধ্যে ফের টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। ১৯৭৬ সালে ভারত ১৬২ রানে টেস্ট জিতেছিল। একই সময়ে, ১৯৮৮ সালে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড জয় পেয়েছিল।

ভারতীয় দল এখনও পর্যন্ত এই মাঠে মোট ২৫টি টেস্ট খেলেছে। এর মধ্যে ১১টিতে জয় পেয়েছে দলটি। হার হয়েছে ৭টিতে, ড্র হয়েছে ৭টি ম্যাচ। প্রথমে ব্যাট করে ১১টি টেস্টের মধ্যে ৭টি জিতেছে দলটি। চতুর্থ ইনিংসে এখানে ব্যাটিং করা সহজ নয়। কানপুরেও ভারতীয় দল প্রথমে ব্যাট করে ৩০০ রানের বেশি করে।
বর্তমান দলে অন্তর্ভুক্ত ব্যাটসম্যানদের কথা বলতে গেলে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। ৬ ইনিংসে ৭২ গড়ে ৪৩৩ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়াও খেলেছেন ২৩৫ রানের বড় ইনিংস। এছাড়া চেতেশ্বর পূজারা ২টি সেঞ্চুরির সাহায্যে ৩০১ রান করেছেন এবং আর অশ্বিন একটি সেঞ্চুরির সাহায্যে ২২৬ রান করেছেন। সুযোগ পেলে পূজারা ফের জ্বলে উঠতে পারবেন কি?





Made in India