বাংলা হান্ট ডেস্কঃ গুলিতে আহত ব্যাক্তির কাণ্ডকারখানার ভাইরাল ভিডিও (Viral video) দেখে তাজ্জব সবাই। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক ব্যাক্তির গুলি লেগেছে, আর সে স্ট্রেচারে শুয়ে আছে। গুলি লাগা অথবা বড়সড় কোন আঘাত পেলে মানুষ যখন শরীরের যন্ত্রণা য় ভোগে, তখন এই ব্যাক্তি স্ট্রেচারে শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছেন। হ্যাঁ ঠিকই পড়েছেন, গুলিতে আহত হওয়ার পরেও আহত ব্যাক্তি স্ট্রেচারে শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছে।
ওই ব্যাক্তি স্ট্রেচারে শুয়ে আশেপাশের মানুষদের গোটা ঘটনার কথা জানাচ্ছেন। গুলিতে আহত ব্যাক্তির হাতে বিড়ি দেখা যাচ্ছে। সবাইকে ঘটনার ব্যাপারের জানানোর সময় ওই ব্যাক্তি স্ট্রেচারে শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছেন। এই ভিডিও আইপিএস আধিকারিক অরুণ বোথরা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। উনি এই ভিডিও শেয়ার করার পর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে।
https://twitter.com/arunbothra/status/1276802081622331392





Made in India