বাংলাহান্ট ডেস্ক : ফের চর্চায় কুখ্যাত লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) গ্যাং। আন্তর্জাতিক মাদক পাচারকারী সুনীল যাদবকে হত্যার দায় স্বীকার করেছে তাঁরা। দুদিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এই হত্যাকাণ্ড ঘটে বলে খবর। সোশ্যাল মিডিয়া পোস্টে এই খুনের দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং ঘনিষ্ঠ গোল্ডি ব্রার এবং রোহিত গোদারা। খুনের প্রতিশোধ হিসেবেই এই হত্যা বলে জানা গিয়েছে।
বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi) এর হাতে খুন মাদক পাচারকারী
জানা গিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্টক্টন এলাকায় আন্তর্জাতিক মাদক পাচার পাচারকারী সুনীল যাদবের বাড়িতে হামলা চালায় কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী। সুনীল হত্যার দায় সোশ্যাল মিডিয়া পোস্টে স্বীকার করেছে গোল্ডি এবং রোহিত। বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi) ঘনিষ্ঠ বলেই পরিচিত তাঁরা। সেই সঙ্গে তাঁরা এও জানিয়েছেন, বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi) এর সদস্য অঙ্কিত ভাদুর খুনের প্রতিশোধ নিতেই নাকি হত্যা করা হয়েছে সুনীলকে।

খুনের প্রতিশোধেই হত্যা: অভিযোগ উঠেছে, পঞ্জাব পুলিশের সাহায্য নিয়ে অঙ্কিতকে এনকাউন্টার করেছিল সুনীল। পঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানে মাদক পাচারের ব্যবসা ছিল সুনীল যাদবের। পুলিশের মদতেই এই ব্যবসা সে চালাত বলে অভিযোগ। এদিকে অঙ্কিতের এনকাউন্টারের বিষয়টি প্রকাশ্যে আসতেই নাকি আমেরিকায় পালিয়ে যায় সুনীল। তদন্তকারীরা জানিয়েছেন, আমেরিকা এবং দুবাইতেও পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল সুনীল যাদব।
আরো পড়ুন : Banglahunt Social Summit’য়ে সম্মানিত Vlogger সায়ক, জাদুঘরে দাঁড়িয়ে “বিশেষ ঘোষণা” অভিনেতার
ভুয়ো পাসপোর্ট বানিয়ে পালায় আমেরিকা: জানা যাচ্ছে, ভুয়ো পাসপোর্ট বানিয়ে আমেরিকা পালায় সুনীল। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতের এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, পঞ্জাবের ফাজিলকার আবোহারের বাসিন্দা সুনীল যাদব। দু বছর আগে দিল্লি থেকে রাহুল নাম নিয়ে একটি পাসপোর্ট বানায় সে।
আরো পড়ুন : হুইল চেয়ারে বসে ‘সন্তান’ এর শোতে রাজের মা, গাল টিপে দিলেন শুভশ্রী, শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক বউমার?
ওই পাসপোর্ট নিয়েই সুনীল আমেরিকা পালায় বলে অভিযোগ। তার পরপরই রাজস্থান পুলিশের তরফে রেড কর্নার নোটিশ জারি হয় তার নামে। অন্যদিকে বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi) এর হাতে সুনীল যাদব খুন হওয়ার পাশাপাশি তার কয়েকজন ঘনিষ্ঠ সহকারীকেও গ্রেফতার করা হয়েছে দুবাই থেকে।





Made in India