বাংলাহান্ট ডেস্ক : সদ্য পড়াশোনা শেষ করে এবার কর্মজীবনে পা রাখতে চলেছেন? ঝা-চকচকে ‘সিভি’ বানিয়েছেন ঠিকই, কিন্তু ইন্টারভিউতে গিয়েই ঘাবড়ে যান? অথবা ইন্টারভিউ (Interview) দিলেও শেষপর্যন্ত আর চাকরি মিলছে না ? বলে রাখা ভালো এইরকম অভিজ্ঞতা শুধু আপনার নয়, কম বেশী সব চাকরিপ্রার্থীদেরই হয়েছে।
তাই, ইন্টারভিউ ক্র্যাক করতে হলে মন দিয়ে পড়াশোনার পাশাপাশি কিছু ধাঁধার মতো প্রশ্নের উত্তরও মাথায় রাখা জরুরি। আসলে বহুক্ষেত্রেই দেখা যায়, জানা উত্তরকেই এভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে সেটি একটি বিভ্রান্তিকর প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেইকারণেই, চাকরির ইন্টারভিউতে সফল হওয়ার জন্য কিছু প্রশ্ন তুলে ধরা হল।
১) পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম কাগজের ব্যবহার করে?
:-চীন।
২) ভুটানের দীর্ঘতম নদীটির নাম কী?
:-মানস।
৩) গ্রিসের রাজধানীর নাম কী?
:-এথেন্স।
৪) বিধবা বিবাহ আইন (Widow Marriage Act) কত সালে পাশ হয়েছিল?
:-১৮৫৬ সালে।
৫) কোন মাসে একজন মানুষ সব থেকে কম ঘুমায়?
:-প্রশ্নটা আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আসলে যে মাসে দিন সংখ্যা সবচেয়ে কম সেই মাসেই মানুষ সবচেয়ে কম ঘুমোয়।
৬) দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত?
:- পাম্পাস তৃণভূমি।
৭) পেট্রোলে কোন ধাতু মেশানো হয়?
:- সীসা।
৮) হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় কোন সাগরে?
:- ক্যারিবিয়ান সাগরে।
৯) কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে?
:- ২০০০ টাকার নোটে।

১০) পশ্চিমবঙ্গের ‘রূপকার’ কাকে বলা হয়?
:- ড. বিধানচন্দ্র রায়।
১১) দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
:- ত্বক।
১২) বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন দেখা যায়?
:- ট্রাপোস্ফিয়ার বা ক্ষুব্ধমন্ডল।
১৩) পায়রা কীসের প্রতীক চিহ্ন?
:- প্রাচীন কাল থেকেই পায়রা শান্তির প্রতীক।
১৪) মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি?
:-প্রশ্নটা শুনে অশ্লীল মনে হলেও আদতে তা নয়। উত্তর হবে Ladies Finger, যার বাংলায় অর্থ ঢেঁড়স।
১৫) একটা ছেলে ও একটা মেয়ে পরীক্ষায় A+ পেয়েছে, বলুন এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান?
:- সঠিক উত্তর হবে ছেলেটি, কারণ মেয়েরা তো বুদ্ধিমতী হয়!





Made in India