বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল আইপিএল ২০২২-এর ৬৩ তম ম্যাচে, রাজস্থান রয়্যালস ট্রেন্ট বোল্টের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে লখনউ সুপার জায়ান্টস পরাজিত করেছে। এই জয়ের পর রাজস্থান রয়্যালসের প্লে অফে জায়গা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু এই ম্যাচে রাজস্থান রয়্যালসের এক তরুণ সদস্য এমন কিছু করেছেন যে ভক্তদের ক্ষোভের শিকার হচ্ছেন তিনি। লাইভ ম্যাচ চলাকালীন আম্পায়ারকে নিয়ে মজা করছিলেন এই খেলোয়াড়।
রাজস্থান রয়্যালসের তরুণ অসমীয়া অলরাউন্ডার রিয়ান পরাগ আইপিএল চলাকালীন একবার ম্যাচ জেতানো ইনিংস খেলে আসামের বিহু নৃত্য পরিবেশন করে শিরোনামে এসেছিলেন। তবে বর্তমানে তিনি তার খেলার চেয়ে তার হিংসার কারণেই শিরোনামে রয়েছেন। রিয়ান লখনউয়ের বিরুদ্ধে এমন কিছু করেছিলেন, যার কারণে তিনি এখন দর্শকদের ঘৃণার স্বীকার হচ্ছেন। লখনউয়ের ইনিংসের ২০ তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে বড় শট খেলতে গিয়ে রিয়ান পরাগের হাতেই ক্যাচ দেন মার্কাস স্টোইনিস।
কিন্তু এরপর বল মাটির দিকে নামিয়ে আনেন রিয়ান। কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্যাচটি ফেলেননি। এর আগে ১৯তম ওভারেও রিয়ান পরাগ স্টোইনিসের একটি ক্যাচ ধরেছিলেন, যা আম্পায়ার পরীক্ষা করে দেখেছিলেন যে বলটি ক্যাচ হওয়ার আগে মাটি স্পর্শ করেছিল যার ফলে অজি তারকা নটআউটই থাকেন। পরে সঠিক ক্যাচ ধরার পর গত ওভারের ঘটনাকে ব্যঙ্গ করেন তিনি।
— ChaiBiscuit (@Biscuit8Chai) May 16, 2022
কিন্তু তার এহেন আচরণে একেবারেই খুশি নন ক্রিকেট ভক্তরা। এর জন্য সোশ্যাল মিডিয়াতে কটূক্তির হচ্ছেন রায়ান। অনেক ক্রিকেট অনুরাগী অসমীয়া ক্রিকেটারকে হুমকি দিয়েছেন যে তিনি যদি এমনটা করতে থাকেন তাহলে ক্রিকেট কেরিয়ারই শেষ করে দেওয়া হতে পারে। অনেকে প্রশ্ন তুলে দিয়েছেন ক্রিকেটারের যোগ্যতা নিয়ে।
 
			 





 Made in India
 Made in India