বাংলাহান্ট ডেস্ক : মহাকুম্ভ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল (Indian Railways)। তীর্থযাত্রীদের সুবিধার জন্য রেলের তরফ থেকে গড়ে তোলা হচ্ছে টেন্টসিটি। জানা গেছে, এই টেন্টসিটি তৈরি করা হবে মেলা প্রাঙ্গণ থেকে ৪ কিলোমিটার দূরে। (IRCTC) আইআরসিটিসির তত্ত্বাবধানে সম্পূর্ণ হবে এই কাজ।
দুর্দান্ত উদ্যোগ (IRCTC) আইআরসিটিসির
রেলের উচ্চপদস্থ কর্তারা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন। জানা গেছে, মহাকুম্ভ উপলক্ষে প্রায় ২৫ একর জমি ভাড়া নেওয়া হয়েছে অস্থায়ী শিবির তৈরি করার জন্য। ডিলাক্স ও প্রিমিয়াম ক্লাস- এই দুই ধরনের তাঁবু তৈরি করা হবে। ডিলাক্স তাঁবুর ভাড়া ১২০০০ টাকা ও প্রিমিয়াম ক্লাসের ভাড়া ১৮০০০ টাকা রাখা হবে।

তীর্থ যাত্রীরা এই টেন্ট ভাড়া নিতে পারবেন ১০ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি আইআরসিটিসির (IRCTC) তরফ থেকে নিয়ে আসা হচ্ছে ‘মহাকুম্ভ পুণ্যক্ষেত্র’ নামক একটি তীর্থ ভ্রমণ প্যাকেজ। সংস্থার পক্ষ থেকে এই প্রথম ট্রেনে করে মহাকুম্ভ নিয়ে যাওয়া উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু হবে এই প্যাকেজের।
আরোও পড়ুন : রাত পোহালেই ফের বৃষ্টি! আগামীকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? আগাম আপডেট
পাঁচ রাত, ছদিনের ভ্রমণ প্যাকেজে (Package) প্রথমে থাকবে বেনারস ভ্রমণ। তারপর অযোধ্যা দর্শন করে মহাকুম্ভে স্নান করার সুযোগ পাবেন যাত্রীরা। কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে এই ট্রেন ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, দুমকা, হাসডিহা, সুলতানগঞ্জ হয়ে পৌঁছাবে বেনারস। থ্রি এসি ও স্লিপার কোচের এই ট্রেনে ৭৮০ জন যাত্রী যাত্রা করার সুযোগ পাবেন।

আইআরসিটিসির পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার মনোজ সিং জানিয়েছেন, বেনারস ও অযোধ্যায় হোটেলে থাকার ব্যবস্থার পাশাপাশি রয়েছে কুম্ভক্ষেত্রে টেন্টসিটিতে থাকার সুযোগ। দেব দর্শন, সাইট সিন, সড়ক পরিবহণ ভাড়া অন্তর্গত রয়েছে প্যাকেজের। এমনকি আইআরসিটিসির তরফ থেকে আয়োজন করা হবে মহাকুম্ভে ত্রিবেণীতে স্নানের। ইকোনমি ক্লাস ও স্ট্যান্ডার্ড ক্লাসের প্যাকেজে খরচ পড়বে মাথাপিছু যথাক্রমে ১৯,১০০ ও ২৫, ১০০ টাকা।





Made in India