বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই শেষ হয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’তে রাণীমার পর্ব। সঙ্গে সঙ্গে শেষ হয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের (ditipriya roy) কাজও। এখন ঝাড়া হাত পা তিনি। কিছুদিনের বিরতি নিয়ে এতদিনের একটু একটু করে গড়ে তোলা রাণীমার ইমেজ থেকে বেরোনোর চেষ্টা করে চলেছেন দিতিপ্রিয়া।
সেই সঙ্গে কানাঘুঁষোয় শোনা যাচ্ছে এই ফাঁকে প্রেমেও হাত পাকাচ্ছেন দিতিপ্রিয়া। তাও নাকি নিজের অনস্ক্রিন নাতি ‘ভূপাল’ ওরফে বিশ্বাবসু বিশ্বাসের (biswabasu biswas) সঙ্গে। এমন গুঞ্জন যে আগে ওঠেনি তা কিন্তু নয়। কিন্তু তা স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। এবারেও তাই করলেন। এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে দিতিপ্রিয়া বলেন, “খুব খারাপ ভাবে সিঙ্গল আমি”।

বিশ্বাবসুর সঙ্গে সম্পর্কের গুঞ্জন আগের বারের মতোই ভুয়ো। তবে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি যে ধরনের মানুষ তাতে ভবিষ্যতে চুটিয়ে প্রেম করবেন। কিন্তু প্রেমিককে সোশ্যাল মিডিয়ায় আনবেন না। লোকচক্ষুর আড়ালেই রাখবেন তাকে। আপাতত সিঙ্গল লাইফটাই উপভোগ করছেন দিতিপ্রিয়া।
কিছুদিন আগেই নিজেকে কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) সঙ্গে তুলনা করেছিলেন দিতিপ্রিয়া। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া। যেখানে লেখা ছিল, ‘টুইটার যদি ফ্লার্ট করা হয় তবে আমি কঙ্গনা রানাওয়াত’। বিতর্কিত টুইটের জেরে টুইটার থেকে বয়কট করা হয়েছে কঙ্গনাকে। একথা তো সকলেই জানেন। তাই এভাবে কঙ্গনার সঙ্গে নিজের তুলনা করে দিতিপ্রিয়া বুঝিয়ে দেন ফ্লার্ট করা তাঁর কম্ম নয়।
প্রসঙ্গত, বড়পর্দার কাজে হাত দেওয়ার আগে বেশ কিছু দিন ফাঁকা রয়েছে দিতিপ্রিয়ার। এই অবসর সময়টা কাটানোর পরিকল্পনা কী? অভিনেত্রী জানান, লং ড্রাইভে যাওয়ার চিন্তা ভাবনা করে নিয়েছেন তিনি, বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে। এমনকি গন্তব্যও ঠিক। যদিও কোথায় যাচ্ছেন তা বলেননি পর্দার রাণীমা।





Made in India