সনাতন গরাই,দুর্গাপুর: পুলিশি নিরাপত্তা জোরদার হতেই কমেছিল দুষ্কৃতীদের গাড়ি পোড়ানো।নিরাপত্তা কমতেই সময় বুঝে গাড়ি পোড়াল দুষ্কৃতীরা।ঘটনাটি ঘটেছে ইস্পাত নগরীর এডিসনে।এক চার চাকা গাড়ি ও এক দু চাকা গাড়ি পুড়ে একই রাতে।বৃহস্পতিবার রাত দুটোর দিকে ঘটনাটি ঘটেছে।মালিকপক্ষ শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এলে দেখতে পাই দাও দাও করে জ্বলছে গাড়ি।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ তদন্ত শুরু করেছে।কিন্তু পুলিশের এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না।এলাকার মানুষ জানান পুলিশ মুখে এক বলে কাজে এক করে ফলস্বরূপ কিছুই কাজে লাগে না।আগের বারেও একই ঘটনা ঘটেছিল পুলিশ তাদের ধরতে পারে নি।তাহলে পুলিশের নিরাপত্তার উপর আমরা ভরসা রাখবো কি করে।এবার কিছুদিন পর নিরাপত্তার অভাবে দেখা যাবে বাড়িতেই আগুন লাগিয়ে দেবে দুষ্কৃতীরা।
 
			 





 Made in India
 Made in India