বাংলা হান্ট নিউজ ডেস্ক: চেন্নাই সুপার কিংস এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন প্রাক্তন অধিনায়ক রবীন্দ্র জাদেজা! জাদেজার সাম্প্রতিক কাজকর্ম দেখে তেমনটাই অনুমান করা যাচ্ছে। ইতিমধ্যে সিএসকে এবং জাদেজা দুই পক্ষই একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছে। কিন্তু এখানেই ব্যাপারটা সীমিত থাকেনি। সিএসকে সংক্রান্ত যাবতীয় ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলেছেন রবীন্দ্র জাদেজা।
অনেক মনে পড়ছে দুই পক্ষই নিজেদের জন্য আলাদা রাস্তা বেছে নেবে পরের আইপিএল থেকে।কোনো এক অজ্ঞাত কারণেই সম্ভবত জাদেজা এবং সিএসকে টিম ম্যানেজমেন্ট এর মধ্যে সম্পর্ক তিক্ত হয়েছে। এর আরো একটা প্রমাণ পাওয়া গিয়েছে দুই দিন আগে। সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানাননি ভারতীয় অলরাউন্ডার। ফলে জল্পনা আরও ঘনীভূত হয়েছে।

গতবার মরশুমের শুরুতে আচমকাই জাদেজাকে চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক করা হয়েছিল।মহেন্দ্র সিংহ ধনী নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। কিন্তু যা দেশের নেতৃত্বে একেবারে মুখ থুবড়ে পড়ে চেন্নাই। ফলে ফের একবার ধোনিকে মাঝপথে অধিনায়ক করা হয়। সেই নিয়ে যাদের যার মনে কোনো ক্ষোভ রয়েছে এমন খবর কখনো সামনে আসেনি। কিন্তু এখন তার কীর্তিকলাপ দেখে অনেকেই আন্দাজ করছেন যে ব্যাপারটি হয়তো খুব একটা ভালোভাবে নেননি জাদেজা।
অধিনায়ক হিসেবে জাদেজার ব্যক্তিগত পারফরম্যান্সেরও অবনতি ঘটেছিল গতবার চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার সময়। তিনি তার দশ ম্যাচের অধিনায়কত্বের মেয়াদে ১৯ গড়ে মাত্র ১১৬ রান করেছিলেন এবং মাত্র ৫ টি উইকেট নিতে পেরেছিলেন। অথচ তার আগেও ভারতের জার্সিতে তাকে দুর্দান্ত ফর্মে দেখা গেছিল। মৌসুমের শেষ থেকে চটকে চেন্নাই সুপার কিংস এর দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।





Made in India