বাংলাহান্ট ডেস্ক: মা শ্রীদেবীর (sridevi) মৃত্যুবার্ষিকীতে এক অদেখা চিঠি (letter) শেয়ার করলেন মেয়ে জাহ্নবী কাপুর (janhvi kapoor)। আজ, ২৪ ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃত্যুদিন। তিন বছর আগে আজকের দিনেই আচমকা এসেছিল অভিনেত্রীর মৃত্যু সংবাদ। দুবাইয়ের এক পাঁচতারা হোটেলে বাথটাবে ডুবে অদ্ভূত ভাবে মৃত্যু হয় শ্রীদেবীর।
সেই দুঃখজনক ঘটনার পর কেটে গিয়েছে তিন তিনটে বছর। প্রতি বছরই এই দিনে মাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন জাহ্নবী। এবার মায়ের হাতে লেখা একটি অদেখা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। চিঠিতে লেখা, ‘তোমাকে ভালবাসি আমার লাব্বু। তুমি পৃথিবীর সেরা সন্তান।’ পোস্টের ক্যাপশনে জাহ্নবী লেখেন, ‘মিস ইউ’।

মাকে স্মরণ করে ছবি শেয়ার করেছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও। শ্রীদেবী ও বনি কাপুরের একটি পুরনো ছবি শেয়ার করেছেন তিনি। প্রতি বছরের মতো এবছরও শ্রীদেবীর চেন্নাইয়ের বাড়িতে গিয়ে আচার অনুষ্ঠান করেন বনি জাহ্নবী ও খুশি। অভিনেত্রীর স্মরণে তাঁর চেন্নাইয়ের বাড়িতে পুজো করেন তাঁরা।
https://www.instagram.com/p/CLqdVKllCAa/?igshid=w93zm688wzuq
২০১৮র ফেব্রুয়ারিতে দুবাইতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রীদেবী, বনি ও খুশি কাপুর। সেই সময় ডেবিউ ছবির শুটিংয়ে মুম্বইতে ছিলেন জাহ্নবী। তাই তিনি যেতে পারেননি। এমন সময় আচমকাই আসে শ্রীদেবীর মৃত্যু সংবাদ। দুবাইয়ের হোটেলে বাথটবে ডুবে মৃত্যু হয় তাঁর।
https://www.instagram.com/p/CLqgBdCARxz/?igshid=1mw4bn5g7tgwj
জাহ্নবীর প্রথম ছবি মুক্তির মাত্র কয়েক মাস আগেই তাঁর মা শ্রীদেবীর মৃত্যু হয়। মেয়ের ছবি দেখে যেতে না পারলেও পরিচালক করন জোহর তাঁকে জাহ্নবীর অভিনয়ের কিছু ঝলক আগেই দেখিয়েছিলেন।





Made in India