বাংলাহান্ট ডেস্ক : প্রযুক্তিগত দিক থেকে বরাবর গোটা পৃথিবীতে প্রথম সারিতে অবস্থান করেছে জাপান (Japan)। এবার সোলার প্যানেলকে নতুনভাবে উদ্ভাবন করল এই দেশ। জাপান এমন একটি সোলার প্যানেল আবিষ্কার করেছে যেটি সূর্যালোক শোষণের ক্ষেত্রে অতুলনীয় ক্ষমতার স্বাক্ষর রেখেছে।
জাপানের (Japan) বেনজির কীর্তি
আবিষ্কারকদের দাবি, আগের সোলার প্যানেলগুলির তুলনায় নতুন সোলার প্যানেল আরো বেশি সূর্যালোক শোষণ করার ক্ষমতা রাখে। জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সোলার প্যানেল নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছিলেন। গবেষকদের দাবি তারা এমন একটি সোলার প্যানেল আবিষ্কার করে ফেলেছেন যেটি আরো বেশি পরিমাণ সূর্যালোক শোষণ করে শক্তি উৎপাদন করতে সক্ষম।
![]()
কম জায়গার মধ্যে আরও বেশি শক্তি উৎপাদন করবে নতুন প্রযুক্তির এই সোলার প্যানেল। অত্যাধুনিক প্রযুক্তির এই সোলার প্যানেল (Solar Panel) এমন ভাবে তৈরি করা হয়েছে যার মাধ্যমে শক্তি ক্ষয় আগের থেকে অনেকটাই কম হবে। আগামী দিনে শক্তির চাহিদা মেটাতে নতুন প্রযুক্তির এই সোলার প্যানেল কার্যকরী ভূমিকা নিতে চলেছে।
আরোও পড়ুন : ভীড়ের মাঝেই রচনার সাথে যা করলেন কাঞ্চন! নিমেষে ভাইরাল ভিডিও
জাপানের (Japan) এহেন আবিষ্কারের ফলে আগামী দিনে পৃথিবীতে অনেকটাই শক্তির অভাব মেটানো যাবে বলে দাবি গবেষকদের। গবেষক দলের দাবি, আগামী দিনে এই প্রযুক্তি পৃথিবীকে সবুজায়নের পথে অনেকটাই অগ্রসর করে দেবে। ছোট আকারের এই সোলার প্যানেলগুলির শক্তি উৎপাদনের ক্ষমতা অনেকটাই বেশি। সূর্যের আলোর সামনে এই প্যানেলগুলি ফেলে দিলে সেখান থেকে শক্তি উৎপাদন হবে।

এমনকি মেঘলা দিনেও শক্তি উৎপাদন করতে সক্ষম এই সোলার প্যানেল। বিজ্ঞানীদের দাবি, এই সোলার প্যানেল বসাতে এমন কিছু খরচ হবে না। তাই সাশ্রয়ের সাথে অতিরিক্ত শক্তি উৎপাদনে আগামী দিনে বহু মানুষ আস্থা রাখতে পারবেন নতুন এই সোলার প্যানেলের উপর। আগামী দিনে এই প্রযুক্তি পৃথিবীকে দূষণহীন শক্তি উৎপাদনের পথে নিয়ে যাবে এমনটাই আশা গবেষকদের।





Made in India