বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপ (2023 Asia Cup) ফাইনাল শেষ হয়েছে আজই। মহম্মদ সিরাজদের (Md Siraj) দাপটে শ্রীলঙ্কাকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ২৬৩ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে রোহিত শর্মার ভারতীয় দল (Indian National Cricket Team)। মহম্মদ সিরাজের দাপটে শ্রীলঙ্কা অলআউট হয়েছিল ৫০ রানে। ৬.১ ওভারে কোনও উইকেট না খুঁইয়েই ঈশান কিষাণ এবং শুভমান গিল ভারতকে নিজেদের লক্ষ্যে পৌঁছে দেয়।

আজ ভারতের ম্যাচ শুরু হওয়ার আগেও বৃষ্টি এসেছিল। তবে এই ব্যাপারটা ক্রিকেটপ্রেমীদের কাছে আর নতুন কিছুই নয়। চলতি এশিয়া কাপে শ্রীলঙ্কায় এতবার বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটার ঘটনা ঘটেছে যে দর্শকদের কাছে ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক হয়ে গিয়েছে। বৃষ্টির জন্য গ্রুপ পর্বের ভারত বনাম পাকিস্তান ম্যাচও বাতিল হয়েছিল। তবে সেই ম্যাচটি আয়োজন করা হয়েছিল ক্যান্ডিতে।
তবে গোটা টুর্নামেন্টে শ্রীলঙ্কার কলম্বো স্টেডিয়ামে অধিকাংশ ম্যাচ আয়োজিত হয়েছিল এবং সেখানকার গ্রাউন্ড স্টাফরা বৃষ্টি কমার পর ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে অত্যন্ত তৎপর ছিল এবং অক্লান্ত পরিশ্রম করেছিল। তাদের সেই কর্মদক্ষতা নজর এড়ায়নি কারোরই।
এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত বল করে ম্যাচ সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। পাঁচ হাজার ডলারের এই পুরস্কার তিনি দিয়েছেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের। দুর্দান্ত বোলিং করে ভারতকে ম্যাচ জিতানোর পাশাপাশি তার এই বিশেষ কীর্তি মন ছুয়েছে দর্শকদের।
আরও পড়ুন: এলো অষ্টম এশিয়া কাপ খেতাব, একপেশে ফাইনালে ২৬৩ বল বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ী ভারত!
একইসাথে এসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের দিয়েছে ৫০ হাজার ডলার পুরস্কার। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হওয়ার পরেই জয় শাহ এসিসির তরফ থেকে এই ঘোষণা করেছিলেন। ভারতীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ হলো ৪২ লক্ষ টাকা। এই সিদ্ধান্তকে সকলেই স্বাগত জানিয়েছে। যদিও এই সময় এশিয়া কাপ শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করা উচিত ছিল কিনা সেই প্রশ্নের যৌক্তিকতা অগ্রাহ্য করা যাচ্ছে না।





Made in India