বাংলা হান্ট ডেস্ক : ট্রেন ডাকাতি (Train Dacoity) নামক বস্তুটি কিছুকাল আগেও এদেশে অতীত হলেও সম্প্রতি আবারও লাইমলাইটে এসেছে। বিচ্ছিন্নতাবাদের এই ঘটনা নজিবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। জানা যাচ্ছে 18309 নাম্বার সম্বলপুর-জম্মুতাউই গামী ট্রেনে (Jammutawi Express) ডাকাতদের হামলা হয়েছে। ঘটনাটি ঘটে লাতেহার এবং ডাল্টনগঞ্জের মধ্যে। শনিবার মধ্যরাত্রি ১২ টা থেকে ১টা নাগাদ ঘটনাটি ঘটে। ডাকাতির এই ঘটনা রেলের সুরক্ষা ব্যবস্থার ওপর বড় প্রশ্নচিহ্ন ফেলে দিয়েছে।
পুলিশ এবং মিডিয়া সূত্রে জানা গিয়েছে যে, শনিবার রাত ১১টা নাগাদ লাতেহার স্টেশন থেকে ৭-৮ জন ডাকাত ট্রেনে ওঠে। এবার লাতেহার ও ডালটনগঞ্জের মাঝামাঝি জায়গায় ট্রেনের S9 বগি লুট করে। শুধু তাই না, ডাকাতির সময় ৮-১০ রাউন্ড গুলিও চালায় তারা এবং ট্রেনে উপস্থিত মহিলাদের সাথে অভব্য আচরণ করে। লুঠ হয়ে গেলে বারওয়াডিহ স্টেশন আসার ঠিক আগেই চেন টেনে ট্রেন থামিয়ে চম্পট দেয় সক্কলে।
এরপর ডালটনগঞ্জ স্টেশনে ট্রেন থামলে সেখানে হট্টগোল সৃষ্টি করেন যাত্রীরা। এমনকি ওই লাইনে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। আহত হয়ে যাওয়া যাত্রীদের চিকিৎসার পর আবারও ট্রেনে তুলে দেওয়া হয়। যাওয়ার আগে উপস্থিত যাত্রীরা পুলিশকে জানান যে, লাতেহার স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর ধীরগতিতে চলার সময় ১০ থেকে ১২ জন মুখোশধারী অস্ত্রধারী S9 কোচে ওঠে।
আরও পড়ুন : সুদীপার মাথায় ভেঙে পড়ল দুঃখের পাহাড়! স্বামীকে নিয়ে চরম দুঃসংবাদ, কী হয়েছে অগ্নিদেবের?
হামলা চালানোর সময় ৮ জনকে মারধোরও করে দুষ্কৃতীরা। যদিও ট্রেনের মধ্যে গুলির খালি শেল উদ্ধার হয় কিন্তু বুলেট পাওয়া যায়নি কোথাও। উল্লেখ্য, যাত্রীরা আরো জানান ডাকাত দলের মধ্যে একজনের বয়স ৪০ এর আশেপাশে এবং বাকি সবার ২৫ থেকে ৩০ এর মধ্যে হবে। মদ্যপ অবস্থায় তারা এই ডাকাতি করে।
আরও পড়ুন : ব্রেক আপ নিয়ে স্পিকটি নট! পুজোর আগেই আলাদা হলেন টলিউডের এই ৫ জুটি

আপাতত সমস্ত যাত্রীদের সাথে কথা বলে রেল কর্তৃপক্ষ তদন্তে নেমেছে। অপরাধীরা যে পথ দিয়ে জঙ্গলে পালায় সেই স্থানে গিয়ে তল্লাশিও চালায় রেল পুলিশ। ঘটনাটি নিয়ে নিকটবর্তি ডালটনগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। আপাতত মামলার তদন্ত চলছে এবং যাত্রীদের কার কি খোয়া গিয়েছে তার খোঁজ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে রেল পুলিশ এবং স্থানীয় পুলিশ মিলে সমস্ত এলাকার তল্লাশি অভিযান শুরু করেছে।





Made in India