বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি সবথেকে সস্তা দুই অফার বন্ধ করেছে জিও (Jio)। ব্যবসায়িক টেকনিকে বদল আনতে, করোনা আবহে মানুষের আর্থিক সংকটের কথা বিবচনা করে চালু করা দুই প্ল্যান বন্ধ করেছে জিও। যার ফলে এই সস্তার অফার বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলেন জিও গ্রাহকরা।
তবে চিন্তার কোন কারণ নেই, সস্তার দুই অফার বন্ধ করলেও, এক নতুন অফার বের করল জিও। যা বর্তমান সময়ে জিওর অন্যান্য অফারের থেকে বেশ সস্তাই হয়েছে। এই অফারে মাত্র ৭৫ টাকা রিচার্জেই গ্রাহক পেয়ে যাবেন বেশকিছু সুযোগ সুবিধা।

জিও ফোন গ্রাহকদের জন্য এক দুর্দান্ত অফার আনল জিও। থাকছে আনলিমিটেড কল করার সুবিধা, দৈনিক ৫০ টি করে মেসেজ, জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড, জিও নিউজ এর মত অন্যান্য সুবিধা গুলি এবং সঙ্গে থাকছে ৩ জিবি ডেটা। বৈধতা থাকছে ২৮ দিনের জন্য। এছাড়াও থাকছে ২০০ এমবি করে প্রতিমাসের বুস্টার।
প্রসঙ্গত, গ্রাহকদের স্বাধীনভাবে ইন্টারনেট পরিষেবা ব্যবহারের জন্য সম্প্রতি এক ‘ফ্রিডম প্ল্যান’ বাজারে এনেছে জিও। যেখানে গ্রাহকরা নিজেদের ইচ্ছে মত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

প্ল্যানঃ
৫৯৭ টাকা রিচার্জে পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ টা করে SMS -র সুবিধার সঙ্গে মোট 75 GB ডেটা, যা বৈধ থাকবে ৯০ দিনের জন্য। এই ডেটা নিজের ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। সঙ্গে থাকছে জিও অ্যাপের সুবিধাও।
২৪৭ টাকা রিচার্জে পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০ টা করে SMS -র সুবিধার সঙ্গে মোট 25 GB ডেটা, যা বৈধ থাকবে ৩০ দিনের জন্য। এই ডেটা নিজের ইচ্ছেমত ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। সঙ্গে থাকছে জিও অ্যাপের সুবিধাও।





Made in India