বাংলা হান্ট ডেস্ক : এক সময় এয়ারটেল ভোডাফোন এর মতো কোম্পানি গুলিকে পিছনে ফেলে প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে গিয়েছিল মুকেশ আম্বানির সংস্থা জিও। বিনামূল্যে সিম কার্ড দিয়ে দেশবাসীকে ইন্টারনেটে এক নতুন বিপ্লব দেখেছিল তাই তো ফ্রিতে সিম দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্রিতে ইন্টারনেট এবং কল পরিষেবা চালু করেছিল জিও। জিওর দৌড়ে এগিয়ে যেতে থেমে থাকেনি ভারতী এয়ারটেল এবং ভোডাফোন, জলের দরে ঘরের অফার বেচতে বাধ্য হয়েছিল গ্রাহক টানতে। এক সময় যেগুলি বেশি দাম দিয়ে গ্রাহকরা নিতে বাধ্য হতেন এখন তার থেকে অনেক কম মূল্যে ইন্টারনেট এবং ফ্রি কল পরিষেবা দেয় এয়ারটেল এবং ভোডাফোন।
তবে কয়েক দিন আগে জিও র তরফে ঘোষণা করা হয়েছে জিও ছাড়া অন্য যে কোনও নেটওয়ার্কে কল করতে গেলে এখন জিও সিম ব্যবহারকারীদের ছয় পয়সা প্রতি মিনিট কল চার্জ দিতে হবে, তাই তো জিও কে নিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলির মধ্যে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছিল তবে এ বার সেই জিও এয়ারটেলকে খোঁচা দিতে তত্পর হলেও। সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে জিও কর্তৃপক্ষ জানিয়েছে ছয় পয়সা কল চার্জ তারা নিচ্ছে না,
এমনকি তাঁদের কোনও দোষ নেই ট্রাইয়ের নিয়ম মেনে গ্রাহকদের টাকা কেটে সেটা আসলে এয়ারটেল ও ভোডাফোনকে দেওয়া হচ্ছে, যাতে জিও র কোনও মুনাফা লাভ হচ্ছে না। একই সঙ্গে জানানো হয়েছে ট্রাইয়ের নিয়ম মেনেই এই টাকাটা নেওয়া হচ্ছে, নীল রঙের ওপর এই মেসেজ লেখা হয়েছে তাই সকলের কাছে স্পষ্ট যে বিএসএনএল কে টেক্কা দিতে চেয়েছে জিও।
It’s your call.#IUC #JioDigitalLife #LifeIsBeautiful #JioOnIUC pic.twitter.com/6KPuqJTI0A
— Reliance Jio (@reliancejio) October 12, 2019
তবে শুধুমাত্র বিএসএনএল নয় ভোডাফোন এবং আইডিয়াকে ট্রোল করার জন্য লাল এবং হলুদ রঙের ওপর লিখেছেন জিও। এয়ারটেলকে রোল করার জন্য লাল রঙের উপরে এয়ারটেল লিখেছে জিও। যদিও ছাড়বার পাত্র নয় এয়ারটেল তাই জিও কে কটাক্ষ করে পোস্ট করে আনলিমিটেড মতলব আন লিমিটেড লিখেছে ভারতী এয়ারটেল।
 
			 





 Made in India
 Made in India