বাংলাহান্ট ডেস্ক: রুদ্রনীল ঘোষ (rudranil ghosh), মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty) পর কি এবার যিশু সেনগুপ্তও (jisshu sengupta)? প্রথম দুজনের পথ অনুসরণ করে এবার কি যিশুও যোগ দিতে চলেছেন বিজেপিতে (bjp)? সম্প্রতি এমনি জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রুদ্রনীল আগেই যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। সম্প্রতি বিজেপিতে এসেছেন মিঠুনও।
দুজনেই তুমুল গুঞ্জনের পর সব জল্পনা সত্যি করে যোগ দিয়েছেন গেরুয়া দলে। এবার জল্পনা শুরু হয়েছে যিশুকে নিয়ে। কিন্তু এমন জল্পনার কারণ কি? আসলে সম্প্রতি রুদ্রনীল একটি ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

ছবিতে রুদ্রনীল ও মিঠুনের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে যিশুকেও। ক্যাপশনে রুদ্রনীল লিখেছেন, ‘আড্ডা যখন অন্য রকম।’ এই ছবি ঘিরেই শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই কমেন্টে প্রশ্ন করেছেন, তবে কি এবার যিশুও যাচ্ছেন বিজেপিতে? তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি দুজনের কেউই।
প্রসঙ্গত, টলিউডের পর বলিউডেও একের পর এক প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাচ্ছে যিশুকে। এবার খোদ সলমন খানের ছবিতে অভিনয় করতে চলেছেন যিশু। ভাইজানের আগামী ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ‘এ দেখা যাবে যিশু সেনগুপ্তকে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন অভিনেতা। সেখানে অন্তিম ছবির ক্ল্যাপস্টিক হাতে ধরে পোজ দেন তিনি। সলমনের ছবির শুটিং শুরুর বার্তা এভাবেই অনুরাগীদের জানান যিশু। এর আগে ‘শকুন্তলা দেবী’ ছবিতে বিদ্যা বালানের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন যিশু।
প্রভূত প্রশংসা কুড়িয়েছিলেন তিনি এই ছবির মাধ্যমে। আলিয়া ভাট অভিনীত ‘সড়ক ২’ ছবিতেও দেখা গিয়েছিল যিশুকে। সম্প্রতি ভূমি পেডনেকর অভিনীত ‘হরর’ ঘরানার ছবি ‘দূর্গামতী’তেও অভিনয় করেছেন যিশু। দিন দিন নিজের অভিনয়শৈলী আরো ক্ষুরধার করে তুলছেন তিনি।
 
			 





 Made in India
 Made in India