আপনি কি অষ্টম পাস? চাকরি খুঁজছেন। আপনার সামনে কেন্দ্রীয় সরকারের চাকুরির অসাধারন সুযোগ নিয়ে এসেছে BESIL। প্রয়োজন নেই কোনো পেশাদারি দক্ষতারও। একইসাথে রয়েছে আই টি আই ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারদের জন্য ও চাকরির সুযোগ। মোট পদ চার হাজার ( ৪০০০) জন। দক্ষ ও অদক্ষ উভয় ক্ষেত্রেই ২০০০ জন করে নিয়োগ হবে। আবেদন মূল্য ৫০০টাকা (সংরক্ষিত দের জন্য ২৫০ টাকা) । কর্মস্থল উত্তরপ্রদেশ। আবেদন করার ক্ষেত্রে সর্বাধিক বয়স দক্ষ ৪৫, অদক্ষ ৫৫।
![]()
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বিইসিআইএল) ভারত সরকার কেন্দ্রীয় রেক্টর এন্টারপ্রাইজ। যা 24 শে মার্চ 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিইসিআইএল রেডিও এবং টেলিভিশন সম্প্রচার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছড়িয়ে দেয়; ভারতে এবং বিদেশে। এটি ব্রডকাস্টিং সম্পর্কিত বিল্ডিং ডিজাইন এবং নির্মাণ, মানব সম্পদ সম্পর্কিত কার্যক্রম ইত্যাদি পরিষেবাদি সরবরাহ করে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড প্রতিরক্ষা, পুলিশ এবং প্যারা-মিলিটারি বিভাগগুলিতে বিশেষ যোগাযোগ, পর্যবেক্ষণ, নজরদারি সিস্টেম ইত্যাদি সরবরাহ করারও কাজ করে।
আবেদন করার শেষ তারিখঃ ১১ জানুয়ারি ২০২০
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
পদঃ দক্ষ ও অদক্ষ মানবসম্পদ
শূন্যপদ– ৪০০০
শিক্ষাগত যোগ্যতাঃ
দক্ষ ঃ ITI(electrical)
অদক্ষ : ৮ম পাস
জাতীয়তাঃ ভারতীয়
আবেদন মূল্যঃ ৫০০ ( sc,st, ph দের জন্য ২৫০)
বেতনঃ ৭৬১৩(অদক্ষ), ৯৩৮১(দক্ষ)
ওয়েবসাইটঃ www.becil.com





Made in India