বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল ইন্ডিয়া পোস্ট (India Post)। যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরি খুঁজছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই প্রতিবেদনটি। পোস্ট অফিস কিছু নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই এই পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
ইন্ডিয়া পোস্ট মাঝেমধ্যেই বেশ কিছু প্রার্থী নিয়োগ করে থাকে। সব থেকে বড় কথা হল অধিকাংশ পদে অত্যন্ত ন্যূনতম যোগ্যতায় প্রার্থী নিয়োগ করা হয়। এই ধরনের চাকরির খবর আমরা আপনাদের দিয়েছি। আজ আমরা ইন্ডিয়া পোস্ট এর আরো একটি চাকরির খবর নিয়ে এসেছি। এই সংক্রান্ত বিষয়ে আমরা নিচে বিস্তারিত জেনে নেব।
আরোও পড়ুন : কলকাতার কাছেই পাহাড়, হ্রদ, ঝর্ণা মিলেমিশে একাকার! ২০০০ টাকা খরচেই মিলবে অপার শান্তি
•নিয়োগকারী সংস্থা: ভারতীয় ডাক বিভাগ
•শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
•বয়সসীমা: এই পদে আবেদন জানাতে পারবেন 18 থেকে 27 বছর বয়সী প্রার্থীরা। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় থাকবে।
আরোও পড়ুন : ভারতে রবিবারেই ছুটি থাকে কেন, নেপথ্যে লুকিয়ে আছে একটি মানুষের মরণপণ লড়াই
•বেতন: মাসিক গড় বেতন 19,900/- টাকা থেকে শুরু হবে। সর্বোচ্চ বেতন হতে পারে 63,200/- টাকা।

•আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা অফলাইনে আবেদন জানাতে পারবেন। নিচে প্রদত্ত লিংক থেকে ডাউনলোড করে নিতে হবে আবেদন পত্র। এরপর সেই আবেদন পত্র ফিলাপ করে প্রয়োজনীয় নথি সহ পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। 24/11/2023 তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।





Made in India