বাংলাহান্ট ডেস্কঃ শিশুদের জন্য ব্যাবহৃত ও বহুল জনপ্রিয় জনসন এন্ড জনসনের (Johnson and Johnson) পাউডারে রয়েছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। আর তা গোপন করার জন্য এবার বিরাট পরিমাণ আর্থিক জরিমানার মুখে পড়ল এই মার্কিন বহুজাতিক সংস্থা।

জানা যাচ্ছে, এক আদালতে জনসন এন্ড জনসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, সেই মামলার রায় দিতে গিয়েই বিচারপতি ২ বিলিয়ন ডলার জরিমানা করেছে এই সংস্থাকে।
এর আগে, মুসৌরির এক আদালত জনসন এন্ড জনসনকে ৪৪০ কোটি টাকা জরিমানা করেছিল। ঐ পাউডার মেখে ক্ষতিগ্রস্থ ২২ জনের মধ্যে টাকা বন্টন করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে অনেকেই মুসৌরির বাইরে থাকেন বলে পরে জরিমানার পরিমান কমিয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে,জনসন এন্ড জনসনের তৈরি এই পাউডারে অ্যাসবেসটস মিলেছে। যা ক্যান্সারে আক্রান্ত করে। ক্ষতিগ্রস্থদের শারিরীক ও মানসিক ভাবে আক্রান্ত হবার অভিযোগে এই বিশাল টাকা জরিমানা করা হয় আদালতে। যদিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে বলে জানাচ্ছে জনসন এন্ড জনসন। প্রসঙ্গত মার্কিন যুক্ত রাষ্ট্রেই এই সংস্থার বিরুদ্ধে একই বিষয়ে কয়েক হাজার মামলা রয়েছে।





Made in India