বাংলাহান্ট ডেস্ক : সাতজন বন্ধু। তারা সাতজনই এখনও পেরোয়নি কলেজের গণ্ডি। কিন্তু তাদের মধ্যে অ্যাডভেঞ্চারের শখ আকাশছোঁয়া। এই অ্যাডভেঞ্চারই কাল হল তাদের। মজার ছলে, অ্যাডভেঞ্চার হবে ভেবে জঙ্গি দলে নাম নথিভুক্ত করে বাংলাদেশের কুমিল্লা জেলার সাতজন কলেজ পড়ুয়া।
জানা গিয়েছে, টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি তারা। আর তারপরেই তাদের বাবা মা দ্বারস্থ হন দেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অর্থাৎ এলিট ফোর্স রাপিড অ্যাকশন বাহিনীর (RAB) তারপরেই তদন্তে নামেন তারা। আর তাতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরোলো। জঙ্গি সংগঠন এর সাথে তাদের যোগসূত্র রয়েছে জানতে পারেন RAB। তারপরেই জোরদার তদন্তের মুখে পড়ে ঢাকা , কুমিল্লা ও অন্যান্য অঞ্চল থেকে একে একে গ্রেফতার হয় সাতজন ।
বর্তমানে পুলিশের হেফাজতেই রয়েছে তারা । কিন্তু তাদের নাম পরিচয় এখনো অবধি জানাতে চাননি RAB এর আধিকারিকরা। আর এ বি সূত্রে খবর , গত অগাস্ট মাসের ২৩ তারিখ কোচিং থেকে বাড়ি ফেরার পথে তারা পালিয়ে যায়। এবং যোগ দেয় গোপন জঙ্গিবাহিনীর সাথে। গত বুধবার রাতে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন লোকেশন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

এদিকে , মাদক বিক্রয় এবং মাদক সেবনে অভিযোগে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে গ্রেফতার করা হয়েছে মোট ২১ জনকে। আটকের সময় তাদের হেফাজত থেকে ৪৩৫টি ইয়াবা, ২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০৭ গ্রাম হেরোইন ও ২০টি নেশাজাতীয় ইঞ্জেকশন উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছ’টা অবধি গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।





Made in India