বাংলা হান্ট ডেস্ক : হাতে আর এক সপ্তাহও নেই। আর দিন সাতেক পরেই মহালয়া (Mahalaya)। আর তার আগে প্রতিটি বাঙালির বাড়িতে এখন রেডিও সারানোর ধুম। তবে তার আগেই দেবী দুর্গার ঘুম উড়েছে। কারণ মহালয়ার আগে নাকি মহিষাসুর গায়েব। অসুর নাকি এখন বাতের ব্যাথায় পা-ও নড়াতে পারছেনা। শেষমেষ অসুরকে নিয়ে যাওয়া হল অর্থোপেডিকের কাছে। এমতাবস্থায় দেবীর ঠিক কী করনীয়? ব্যাপারটা ঠিক কী?
আসলে এই গোটা ঘটনাটাই ঘটেছে অনস্ক্রিন দুর্গা অপরাজিতা আঢ্যর (Aparajita Auddy)সাথে। সম্প্রতি একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, গয়না পরে দেবী দুর্গা সেজেছেন অপরাজিতা। সমস্ত সাজ ঠিকঠাক থাকলেও হাত থেকে মিসিং ত্রিশূল। কারণ ত্রিশূলের জায়গায় যে মোবাইল ফোন ধরা। আর সেই ফোন দিয়েই মহিষাসুরকে ফোন লাগিয়েছেন তিনি।
মহিষসুরকে ফোন করে তিনি জিজ্ঞেস করেন, সে কেন রিহার্সালে আসতে পারছেনা? উল্টোদিক থেকে জবাব আসে হাঁটুর ব্যথায় কাবু। অতক্ষণ মণ্ডপে দাঁড়াতে পারবে না। এটা শুনেই চিন্তার ভাঁজ দেখা দেয় দেবীর কপালে। তিনি বলেন, ‘এবার মর্তে নিয়ে গিয়ে একজন ভালো অর্থোপেডিক দেখাব তোমায়। চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে।’
আরও পড়ুন : ‘আমরা ৪ বাঘ একসাথে…’, সলমনকে খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে ‘টাইগার ৪’র ঘোষণা সৃজিতের
তবে সমস্যা হল, পুজোতে তো ডাক্তাররাও ছুটিতে থাকেন। শুনে অভিনেত্রী বলেন, মায়াজাল বিছিয়ে ডাক্তারদেরও আটকে দেবেন তিনি। তবুও যেভাবেই হোক মহিষাসুরের চিকিৎসা তিনি করিয়েই ছাড়বেন। আর অভিনেত্রীর এই ভিডিও ভাইরাল হতেই হেসে লুটোপুটি খাচ্ছে সকলে। তবে জানিয়ে রাখি, অপরাজিতা কিন্তু কোনও মহালয়ায় অভিনয় করছেন না। এটা তার নতুন সিরিয়ালের খাতিরেই শ্যুট করা একটি ভিডিও।
আরও পড়ুন : ‘মহালয়া করতে ভালোলাগে না’, সিনেমায় কাজ পেতেই অহঙ্কারী মন্তব্য ‘মিঠাই’ সৌমিতৃষার
আসলে এইমুহুর্তে অপরাজিতাকে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’য়। ধারাবাহিকে কোজাগরীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। সেখানেই একদম প্রথম দিকে গো অ্যাজ ইউ লাইক প্রতিযোগিতার একটি পর্ব দেখানো হয়েছিল। সেই প্রতিযোগিতাতেই দেবী দুর্গার মত সেজেছিলেন অভিনেত্রী। আর এইদিনের এই ভিডিয়োও সেই একই সাজে।
আরও পড়ুন : পাইস হোটেল ছেড়ে এবার সিনেমার পর্দায়! নন্দিনী দিদির ভিডিও দেখে অবাক ভক্তরা
View this post on Instagram
এইদিন অপরাজিতার পরনে ছিল লাল বেনারসি শাড়ি, গায়ে সোনার অলঙ্কার, মাথায় মুকুট এবং সোনালী ব্লাউজ। অভিনেত্রীর কপালে আঁকা রয়েছে ত্রিনয়ন। এইদিন ভিডিও পোস্ট করে অপরাজিতা লিখেছেন, ‘হেই গো মা দুগ্গা। অস্ত্র ছেড়ে মোবাইল ফোন যুগের হাওয়া সর্বত্র।’ অভিনেত্রীর এই মজার ভিডিও দেখে বেশ মজা পেয়েছে তার ভক্তরাও। নানা ধরণের মজার মজার সব মন্তব্য জায়গা পেয়েছে তার পোস্টের কমেন্ট বক্সে।





Made in India