বাংলাহান্ট ডেস্ক: টলিউডে বিয়ের মরশুম শেষ হয়ে গিয়েছে। কিন্তু বলিউডে এখনো বিয়ের সানাই বন্ধ হয়নি। খুব শীঘ্রই আরো একটি বিয়ের খবর হয়তো পেতে চলেছে টিনসেল টাউনের বাসিন্দারা। তবে এবারে কোনো অভিনেতা বা অভিনেত্রীর বিয়ে নয়, বরং বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এক গায়ক!
তিনি জুবিন নটিয়াল (Jubin Nautiyal)। বর্তমান প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন গায়ক। অনবদ্য গানের গলার পাশাপাশি জুবিনের নম্র ব্যবহারও বারেবারে মুগ্ধ করেছে সকলকে। তিনিই এবার বরের সাজে সাজতে চলেছেন, বলিউডের আকাশে বাতাসে এমনি খবর ভাসছে।

জুবিনের হবু স্ত্রীটিও কিন্তু বিনোদুনিয়ারই মানুষ। তবে গান নয়, তিনি যুক্ত অভিনয়ের সঙ্গে। শোনা যাচ্ছে, ‘কবীর সিং’ খ্যাত নিকিতা দত্তের (Nikita Dutta) সঙ্গেই প্রেম করছেন জুবিন আর খুব শীঘ্রই বিয়েও সারতে চলেছেন। বহুবার একসঙ্গে দুজনে পাপারাৎজির ক্যামেরাবন্দি হয়েছেন। বিমানবন্দরে জুবিনকে আনতে যাওয়া থেকে শুরু করে গায়কের জন্মস্থান দেরাদুন সম্পর্কে নিকিতার সোশ্যাল মিডিয়া পোস্টও তাঁদের সম্পর্কের দিকেই ইঙ্গিত করেছে।

শোনা যাচ্ছে, সম্প্রতি উত্তরাখণ্ডে জুবিনের বাড়িতে গিয়েছিলেন নিকিতা। সেখানে দুই পরিবারের মধ্যে কথা হয়েছে। পালটা জুবিনও মুম্বইয়ে এসে বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে গিয়েছেন। প্রসঙ্গত, ‘কবীর সিং’ ছবিতে কবীর অর্থাৎ শাহিদ কাপুরের এক প্রেমিকার চরিত্রে অভিনয় করেছিলেন নিকিতা।
https://www.instagram.com/p/CaWxYz8vpLj/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CaH5DwhPYWV/?utm_medium=copy_link
জানা যায়, সেই ছবির সেটেই আলাপ হয় জুবিন ও নিকিতার। ছবির জনপ্রিয় গান ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ গেয়েছিলেন জুবিন। পরিচয় থেকেই প্রেম আর এখন বিয়ের তোরজোড়। অনুরাগীরা দুজনকে নিয়ে জল্পনা কল্পনা শুরু করলেও এখনো তাঁরা কোনো কিছুই আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেননি।





Made in India